১৫ অক্টোবর, ২০২৩ ০৮:৫০

পাকিস্তানি ক্রিকেটারদের ‘স্কুল কিড’ বললেন শেবাগ

অনলাইন ডেস্ক

পাকিস্তানি ক্রিকেটারদের ‘স্কুল কিড’ বললেন শেবাগ

ভারত-পাকিস্তান লড়াই হলেই দর্শকরা আসনে নড়ে বসেন। দুই দেশের সীমানা ছাড়িয়ে ম্যাচের উত্তাপ পৌঁছে যায় পুরো ক্রিকেট দুনিয়ায়। সেই উত্তাপ কখনো হয় বেশ উপভোগ্য। আবার কখনো একপেশে লড়াইয়ে ক্রিকেটীয় আনন্দ থেকে বঞ্চিত হন দর্শকরা। বিশ্বকাপে দুই দলের লড়াই হলে ভারতের পাল্লাই ভারি থাকে। অতীতে কখনো চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বিশ্বকাপে জিততে পারেনি পাকিস্তান। গতকাল ম্যাচের আগেই আরও একটা একপেশে লড়াইয়ের অনুমাণ নিয়েই ভারত-পাকিস্তান ম্যাচটা দেখতে বসেছিলেন ক্রিকেটপ্রেমীরা। ক্রিকেট বিশ্লেষকদের অনেকে অবশ্য অনেক যদি ও কিন্তু দিয়ে ম্যাচটার সমীকরণ জটিল করার চেষ্টা করেছেন। তবে মাঠে খেলতে নেমে ভারত বল হাতে নিয়েই ম্যাচটাকে একতরফা করে দিল।

শুরুতে পাকিস্তানি ব্যাটাররা নাস্তানাবুদ হয়েছেন জসপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদবদের কাছে। পরে শাহিন আফ্রিদি ও হারিস রউফরাও লড়াই জমিয়ে তুলতে পারেননি। তবে বেশি আলোচনা চলছে পাকিস্তানের ব্যাটিং ধস নিয়ে। এমন ব্যাটিংয়ের জন্য বাবর আজমদের ‘স্কুল কিড’ বলে মন্তব্য করেছেন সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেবাগ।

প্রথম ইনিংসে পাকিস্তান তাদের শেষ আট উইকেট হারিয়েছে মাত্র ৩৬ রানে। ফলে ভারতের সামনে বাবরদের মাত্র ১৯২ রানের টার্গেট দাঁড়ায়। একপেশে ম্যাচটি ভারত জিতে নিয়েছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে। যা তাদের তুলে দিয়েছে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষে।

আহমেদাবাদে স্বদেশের বিপক্ষে পাকিস্তানের চলমান ম্যাচজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সরব ছিলেন শেবাগ। সাবেক এই ভারতীয় হার্ডহিটার ব্যাটার ম্যাচের শেষদিকে একটি টুইটে লিখেন, ‘দেখে মনে হচ্ছে বড় ছেলেরা স্কুল কিডসের বিপক্ষে খেলতে নেমেছে। কি অবনতি পাকিস্তান ক্রিকেটের!’

এর আগে ম্যাচের প্রথম ইনিংস শেষে শেবাগ লিখেছিলেন, ‘আমাদের আতিথেয়তা অতুলনীয়, সব পাকিস্তানি ব্যাটারকেই আমরা সুযোগ দিয়েছি। কেউ বাদ যায়নি, সবারই খেয়ার রেখেছি আমরা। তাদের (পাকিস্তান) স্মরণ রাখা উচিৎ এটি সন্ধ্যার স্ন্যাকস-টাইম।’

ম্যাচ শেষে বাবরদের কাঁটা গায়ে চূড়ান্ত ‘নুনের চিটা’ দিয়েছেন শেবাগ, ‘পাকিস্তানি বোলারা শর্মা হয়ে গেছে, আপনি শর্মা (রোহিত) হয়ে গেলেন গরম! কি দারুণ ইনিংস রোহিত শর্মা, সবচেয়ে পরিষ্কার কিছু শট দেখিয়েছ তুমি। এটি পাকিস্তানের অবনতির প্রো-ম্যাক্স। তারা পুরোটাই সম্পন্ন করেছে। ম্যাচের ফলাফলের জন্য কেবল ৭২ ওভারই যথেষ্ট।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর