১৬ অক্টোবর, ২০২৩ ১১:৪৪

আফগানিস্তানকে অভিনন্দন জানিয়ে বাটলার বললেন, 'যা ঘটেছে তা হতাশাজনক'

অনলাইন ডেস্ক

আফগানিস্তানকে অভিনন্দন জানিয়ে বাটলার বললেন, 'যা ঘটেছে তা হতাশাজনক'

জস বাটলার

বিশ্বকাপে প্রথম অঘটনের শিকার হয়েছে শিরোপাধারী ইংল্যান্ড। আফগানিস্তানের কাছে হেরে নিজেদের ব্যর্থতা গোপন করার কোনো চেষ্টাই করেননি জস বাটলার। উল্টো আফগানদের প্রশংসা করেছেন ইংলিশ অধিনায়ক। অকপটে স্বীকার করে নিয়েছেন, প্রতিপক্ষ তাদের উড়িয়ে দেওয়ার কথা। তবে যা ঘটেছে তা হতাশাজনক।

বাটলার বলেন, আফগানিস্তানের কাছে আমরা পুরোপুরি পরাস্ত হয়েছি। আমরা ব্যাটিং ও বোলিংয়ে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। সত্যিকারভাবেই তাদের একটা ভালো বোলিং ডিপার্টমেন্ট রয়েছে। আমরা শিশির প্রত্যাশা করেছিলাম। কিন্তু প্রত্যাশা মতো শিশির পড়েনি। বল আন ইভেন বাউন্স করছিল। অবশ্যই এই হার আমাদের বড় ক্ষতি করে দিল। যাহোক এখন আমাদের নতুনভাবে কাজ করতে হবে। কোথায় আমাদের সমস্যা ছিল তা খুঁজে বের করতে হবে।

ইংলিশ অধিনায়ক আরও বলেন, ম্যাচে অনেকটা ভালো সময় ছিল আমাদের। আবার খারাপ সময়ও ছিল। তবে যেভাবে আমরা খেলতে চেয়েছি তা পারিনি। যাহোক এখন আমাদের সঠিক রাস্তায় ফেরার চেষ্ট করতে হবে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর