১৮ অক্টোবর, ২০২৩ ১২:৫৭

আফগানদের আত্মবিশ্বাস তুঙ্গে, সতর্ক কিউইরা

অনলাইন ডেস্ক

আফগানদের আত্মবিশ্বাস তুঙ্গে, সতর্ক কিউইরা

বিশ্বকাপ ক্রিকেটে প্রত্যেক দলের তিনটি করে ম্যাচ শেষ। আজ শুরু হচ্ছে চতুর্থ রাউন্ডের ম্যাচ। প্রথমেই মাঠে নামছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। আজ চেন্নাইতে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে দুপুর ২.৩০ মিনিটে।

বিশ্বকাপ মিশনে আফগানিস্তানের শুরুটা ভালো না হলেও অঘটন এরই মধ্যে একটা ঘটিয়ে ফেলেছে তারা। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে। চ্যাম্পিয়নদের হারানোর তরতাজা স্মৃতি নিয়েই আজ তারা রানার্স আপ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এখানেও অঘটন ঘটানোর যথেষ্ঠ সম্ভাবনা তাদের রয়েছে।

অধিনায়ক হাসমতুল্লাহ শহিদি তো কিউইদের রীতিমতো হুঙ্কার দিয়েছেন, ‘যে কোনো জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। আমরা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছি। আত্মবিশ্বাস তুঙ্গে। এখনো হাতে ৫-৬টা ম্যাচ আছে। দেখা যাক কী হয়!’

আফগানিস্তান অনেকটা হোম গ্রাউন্ডে বিশ্বকাপের ম্যাচ খেলছে। নিজেদের দেশের সমস্যা থাকায় আফগানিস্তান তাদের হোম ম্যাচগুলো সাধারণত ভারতের মাটিতে খেলে থাকে। তাছাড়া আইপিএলের সুবাদে রশিদ খান, মোহাম্মদ নবী, নাভিন উল হকের পরিচিত মাঠ।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর