২০ অক্টোবর, ২০২৩ ০৩:৩০

শচীনকে ছুঁতে আরেকটি সেঞ্চুরি দরকার কোহলির

অনলাইন ডেস্ক

শচীনকে ছুঁতে আরেকটি সেঞ্চুরি দরকার কোহলির

ফাইল ছবি

বিরাট কোহলির যখন ৯৭ রান, তখন ভারতের জিততে প্রয়োজন ছিল দুই রান। সেখান থেকেই ছক্কা মেরে বাংলাদেশের বিপক্ষে দলকে জিতিয়েছেন কোহলি। একইসঙ্গে করেছেন ওয়ানডে ক্যারিয়ারের ৪৮তম সেঞ্চুরি।

ওয়ানডেতে সেঞ্চুরির দিক থেকে তার নাগাল সমান দূরত্বে রয়েছেন স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ওয়ানডেতে শচীন করেছেন ৪৯টি সেঞ্চুরি, সেটি ছুঁতে আরেকটি তিন অঙ্কের ইনিংস দরকার কোহলির। দুটি করলে ছাড়িয়ে যাবেন তাকে।

সম্প্রতি ব্যাট হাতে যে ফর্মে আছেন কোহলি, কে জানে, এই বিশ্বকাপেই শচীনকে ছাড়িয়ে ওয়ানডে সেঞ্চুরির সিংহাসনে বসবেন তিনি!

উল্লেখ্য, বাংলাদেশের দেওয়া ২৫৭ রানের লক্ষ্য রোহিত শর্মার দল পেরিয়েছে ৫১ বল এবং ৭ উইকেট হাতে রেখে। ম্যাচসেরা হয়েছেন সেঞ্চুরিয়ান ব্যাটার বিরাট কোহলি।

বিডি প্রতিদিন/এমআই   

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর