২১ অক্টোবর, ২০২৩ ০৯:৪৮

হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক

হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা

ক্রিকেট বিশ্বকাপে আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় মাঠে নামছে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে দুই দলই তিনটি করে ম্যাচ খেলেছে। দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের দুটিতে জয় পেয়েছে। হেরেছে একটি। অন্যদিকে ইংল্যান্ড তিন ম্যাচের দুটিতেই হেরেছে। জয় পেয়েছে একটি। 

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শুরুটাই ভালো হয়নি বিশ্বকাপে। প্রথম ম্যাচে গতবারের রানার্সআপ নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরে যায় ইংলিশরা। এরপর বাংলাদেশের বিপক্ষে ১৩৭ রানে জিতলেও পরের ম্যাচেই আফগানিস্তানের কাছে ৬৯ রানে হেরে যায় ইংল্যান্ড।

দুই দলেই ধুমধারাক্কা ব্যাটসম্যানদের মিলনমেলা। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, আইদান মার্করাম, রোসি ফন ডার ডুসেনরা রয়েছেন ফর্মে। ডেভিড মিলার নিজের দিনে কী করতে পারেন, সেটা তো সবারই জানা। একইভাবে ইংল্যান্ড শিবিরেও জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জশ বাটলারদের মতো ব্যাটসম্যান রয়েছেন। তাদের সঙ্গে আজ যুক্ত হচ্ছেন বেন স্টোক। চোটের কারণে প্রথম তিনটি ম্যাচ খেলতে পারেননি বেন স্টোকস। তবে চোট কাটিয়ে আজকের ম্যাচ দিয়েই মাঠে নামার ঘোষণা দিয়েছেন তিনি। বেন স্টোকসের ফেরাটা ইংল্যান্ড শিবিরের জন্য অবশ্যই বাড়তি প্রেরণা।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর