২১ অক্টোবর, ২০২৩ ১৯:৫৪

টপ অর্ডারে ধস, শুরুতেই নাস্তানাবুদ ইংল্যান্ড

অনলাইন ডেস্ক

টপ অর্ডারে ধস, শুরুতেই নাস্তানাবুদ ইংল্যান্ড

৪০০ রানের বড় টার্গেটে খেলতে নেমে শুরুতেই প্রোটিয়া ঝড়ে ছন্নছাড়া ইংলিশরা। দক্ষিণ আফ্রিকার দুই পেসারের তোপে একে একে আউট হয়েছেন ওপেনার জনি বেয়ারস্টো, ডেভিড মালান এবং তিনে খেলতে নামা অভিজ্ঞ ইংলিশ ব্যাটার জো রুট। রাবাদার শিকার হয়ে ৮ বলে ৫ রান করে সাজঘরের পথ ধরেছেন চারে ব্যাট করতে আসা বেন স্টোকস।

ফলে আট ওভারের ঘর ডিঙাতেই চার উইকেট খুইয়ে বসে ইংলিশরা। দলীয় রান তখনো ৪০-এর ঘরে পৌঁছায়নি।

লুঙ্গি এনগিডির শিকার হয়ে ১২ বলে ১০ রান করে সাজঘরের পথ ধরেন ওপেনার বেয়ারস্টো। এরপর জো রুটকে ফেরান মার্কো জ্যানসেন। তিনি ৬ বলে ২ রান করেন তিনি।

আর ১১ বলে ৬ রান করে জ্যানসেনের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন আরেক ওপেনার মালান।

এর আগে ৭ উইকেট হারিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৩৯৯ রান তোলে প্রোটিয়ারা। ৬৭ বলে ১০৯ রানের ইনিংস খেলে হেনরিখ ক্লাসেন। তাকে সঙ্গ দিয়ে শেষ দিকে ঝড় তোলেন জ্যানসেনও। ৪২ বলে ৭৫ রান করেন তিনি। অধিনায়ক বাভুমার বদলে ওপেন করতে নামা রিজা হেন্ড্রিকসও তোলেন ৮৫ রান। 


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর