২২ অক্টোবর, ২০২৩ ১১:৪১

কোহলি আধুনিক যুগের কিংবদন্তি : হরভজন

অনলাইন ডেস্ক

কোহলি আধুনিক যুগের কিংবদন্তি : হরভজন

বিরাট কোহলি। ফাইল ছবি

বিশ্বকাপে পাকিস্তানি ব্যাটার বাবর আজম খুব একটা ছন্দে নেই। সর্বশেষ গত শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং-সহায়ক পিচেও প্রত্যাশা পূরণ করতে পারেননি বাবর। অস্ট্রেলিয়ার দেওয়া ৩৬৮ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ওপেনাররা ভালো শুরু এনে দিলেও বাবর ১৮ রান করার পর নিজের উইকেট ছুড়ে এসেছেন।

অথচ বাবর একটু দায়িত্ব নিয়ে খেললেই লক্ষ্য তাড়া করে জেতা সম্ভব ছিল বলে মনে করছেন অনেকেই। যেটা দিনের পর দিন, বছরের পর বছর ধরে করে যাচ্ছেন বিরাট কোহলি। এই বিশ্বকাপেও রান তাড়ায় দারুণ ধারাবাহিক কোহলি। বিশ্বকাপে করেছেন নিজের ৪৮তম সেঞ্চুরিও। প্রায় প্রত্যেক মাচেই দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি।

ভারতের ক্রীড়া সাংবাদিক বিক্রান্ত গুপ্তা তার টুইটার হ্যান্ডেলে লিখেছেন, বাবর আজমের উচিত ছিল এই ম্যাচ জেতানোর। ঠিক যেমটা বিরাট কোহলি করে যাচ্ছেন এক যুগেরও বেশি সময় ধরে।

সেই সাংবাদিকের টুইটটি রিটুইট করেন সাবেক ভারতীয় ক্রিকেটার হরভজন সিং

তিনি লেখেন, কোহলি আধুনিক যুগের কিংবদন্তি। কোনো প্রশ্ন নেই তাতে। প্রতিটি পরিস্থিতিতে এবং কন্ডিশনে রান করেছেন এবং ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছেন। বাবর এবং আরও অনেকের কিং কোহলির কাছ থেকে শেখা উচিত। কথা শেষ। কারোর কোনো সন্দেহ আছে?

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর