২৩ অক্টোবর, ২০২৩ ১১:৩৯

মুখোমুখি আফগানিস্তান-পাকিস্তান: কী বলছে পরিসংখ্যান?

অনলাইন ডেস্ক

মুখোমুখি আফগানিস্তান-পাকিস্তান: কী বলছে পরিসংখ্যান?

ফাইল ছবি

চার ম্যাচের প্রথম দুটিতে জয়। এরপর আবার টানা দুই হারে পাকিস্তান সেমিফাইনাল খেলবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। ভারত ও অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতে পারেননি বাবর আজমরা। আজ সোমবার তাদের পঞ্চম ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান। চেন্নাইয়ে দুপুর ২টা ৩০ মিনিটে ম্যাচ শুরু হবে। 

আজকের ম্যাচে চোখ বন্ধ করে পাকিস্তানকে ফেবারিট বলা যায়। তারপরও পাকিস্তান চাপে থাকবে। বিশেষ করে দলের সাবেক ক্রিকেটাররা বাবর আজমদের সমালোচনা করছেন তাতে মানসিক অবস্থা ভালো থাকে কীভাবে?  সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে হলে পাকিস্তানকে আজ জিততেই হবে। এরপর তাদের সব বড় ম্যাচ। ছোট দলের কাছে হারা মানে তাদের পথ পিচ্ছিল হয়ে যাওয়া। অন্যদিকে ইংল্যান্ডকে হারিয়ে আফগানিস্তানও উজ্জীবিত। তারাও জেতার জন্য মরিয়া হয়ে লড়বে।

ম্যাচটি শুরু হওয়ার আগে এই দুই দলের পরিসংখ্যান দেখে নেয়া যাক এক নজরে। এখন পর্যন্ত পাকিস্তান-আফগানিস্তান সর্বমোট ৭টি ওয়ানডে ম্যাচ খেলেছে। যেখানে কোনো ম্যাচে জয় তুলে নিতে পারেনি আফগান বাহিনী। তবে এবার বিশ্বকাপে দলটি সেই জয় খরা কাটাতে পারে কিনা, সেটিই এখন দেখার বিষয়। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর