২৩ অক্টোবর, ২০২৩ ১৬:৫৮

১৬ মাস পর পাওয়ার প্লেতে ছক্কা হাঁকাল পাকিস্তান!

অনলাইন ডেস্ক

১৬ মাস পর পাওয়ার প্লেতে ছক্কা হাঁকাল পাকিস্তান!

বিশ্বকাপে পাকিস্তানের শনির দশা চলছে। টানা দুই জয়ের পর ভারত ও অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাবর আজমের দল। বর্তমানে নিজেদের পঞ্চম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করছে পাকিস্তান।

এই ম্যাচে একটি ডেডলক ভেঙেছে পাকিস্তান। ১৬ মাস পর পাওয়ার প্লেতে আজ আফগানদের বিপক্ষে ছক্কা হাঁকাতে পারল দলটি। এদিন নাভিন উল হকের কাঁধ উচ্চতার বাউন্সার দারুণ শটে ডিপ স্কয়ার লেগ দিয়ে উড়িয়ে মারেন পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ শাফিক। উড়ন্ত বলটি সোজা সীমানা দড়ি ছাড়িয়ে যায়।

চেন্নাইয়ে সোমবার আফগানিস্তানের বিপক্ষে নাভিনের করা পঞ্চম ওভারের তৃতীয় বলে এই দীর্ঘ খরা ঘোচালেন শাফিক।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর তথ্য বলছে,  গত ২২ ইনিংসে প্রথম ১০ ওভারে ১৩৬২ বলে কোনো ছক্কা মারতে পারেনি পাকিস্তানের ব্যাটাররা। 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর