২৩ অক্টোবর, ২০২৩ ২০:৪৬

সেমিফাইনালের আশা এখনো ছাড়ছেন না সাকিব

অনলাইন ডেস্ক

সেমিফাইনালের আশা এখনো ছাড়ছেন না সাকিব kool-shakib-al-hasan

আশার বাণী শোনালেন বাংলাদেশ ওয়ানডে দলের কাপ্তান সাকিব আল হাসান। তিনি মনে করছেন এখনো সেমিফাইনালে খেলার ভালো সুযোগ আছে টাইগারদের। আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর টানা তিন ম্যাচে হেরেছে টাইগাররা।

সাকিব বলেছেন, ‘আমাদের ম্যাচ ধরে ধরে এগোতে হবে। বিশ্বকাপে আগের ম্যাচে জিতলেন না হারলেন, তাতে কিছু যায় আসে না। নির্দিষ্ট দিনে কে পারফর্ম করছে সেটিই ব্যাপার।’

দক্ষিণ আফ্রিকাকে হারানোর ইঙ্গিত দিলেন তিনি। সাকিব বলেছেন, ‘আমরা দক্ষিণ আফ্রিকাকে উড়তে দেখেছি, আবার নেদারল্যান্ডসের কাছে হারতে দেখেছি। ইংল্যান্ডের বিপক্ষে আবার দুর্দান্ত খেলেছে। এর মানে এসব ব্যাপার ক্রিকেটে হয়, বিশেষ করে বিশ্বকাপে। যেভাবে নিজেদের প্রস্তুত করতে চাই, সেভাবেই করব। নিজেদের সেরা খেলাটা খেলতে চাই। এরপর দেখব আমরা কোথায় আছি।’

সেমিফাইনালের সম্ভাবনা নিয়ে সাকিব বলেছেন, ‘ওই সম্ভাবনা তো এখনো আছে। আমরা না পারলেও অন্যরা আমাদের সহায়তা করছে। ওইরকম যদি হতেই থাকে, আর আমরা যদি নিজেদের একটু সহায়তা করতে পারি, স্বপ্ন সত্যিও হয়ে যেতে পারে। আপনি যদি দেখেন, এখনো খুব ভালো সুযোগ আছে আমাদের। এত তাড়াতাড়ি হতাশ হবেন না। শেষ হলে হতাশ হোন। মন ভরে হতাশ হোন। কোনো সমস্যা নেই।’

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর