২৪ অক্টোবর, ২০২৩ ১৩:৪৯

ওয়াংখেড়েতে ছয় স্তরের নিশ্ছিন্দ্র নিরাপত্তা

আসিফ ইকবাল, মুম্বাই থেকে

ওয়াংখেড়েতে ছয় স্তরের নিশ্ছিন্দ্র নিরাপত্তা

আরব সাগরের পাড়েই মেরিন ড্রাইভ। সেখান থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামের দূরত্ব সর্বোচ্চ আধা কিলোমিটার। পূর্ব দিকে বিখ্যাত চার্চ গেট রেল স্টেশন। সেখান থেকে স্টেডিয়ামের দূরত্ব প্রায় এক কিলোমিটার। মূল সড়ক থেকে স্টেডিয়ামে ঢোকার দুটিই রাস্তা। তবে সরু রাস্তা দিয়েও ঢোকার আরও গেট আছে। 

সবগুলো রাস্তাই আজ বন্ধ করে রেখেছে মুম্বাই পুলিশ। বাংলাশে-দক্ষিণ আফ্রিকা ম্যাচকে ঘিরে নিশ্ছিন্দ্র নিরাপত্তায় ঢেকে দিয়েছে পুরো স্টেডিয়াম। কোনো পানির বোতল, লাইটার, সিগারেটের প্যাকেট, পারফিউমের বোতল, এমনকি বাড়তি কোনো জিনিসই নিয়ে স্টেডিয়ামের ভেতর ঢুকতে দিচ্ছে না পুলিশ।

স্টেডিয়ামে ঢুকতে ছয়, ছয়টি নিরাপত্তা স্তর পেরোতে হয়েছে ম্যাচ কাভার করতে যাওয়া দেশি ও বিদেশি সাংবাদিক ও দর্শকদের। স্টেডিয়ামে ঢোকার পথে প্রথমে ম্যাচের টিকিট দেখাতে হচ্ছে দর্শকদের। সাংবাদিকদেও অ্যাক্রিডিটেশন কার্ডও দেখাতে হয়েছে। এরপর পুলিশরা ব্যাগ ও শরীর চেক করে ভেতরে ঢুকতে দিচ্ছে সবাইকে। 

তৃতীয়ত স্ক্যানিং মেশিনের ভেতরে রাখতে হচ্ছে ব্যাগ, সেখানে স্ক্যানিং করার পর আরও দুবার পুলিশ চেকিং করছে। এরপর স্টেডিয়ামে ঢুকতে পারছেন দর্শকরা।

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর