২৪ অক্টোবর, ২০২৩ ২০:৪৩

প্রোটিয়াদের বোলিং তোপে ধুঁকছে টাইগাররা

অনলাইন ডেস্ক

প্রোটিয়াদের বোলিং তোপে ধুঁকছে টাইগাররা

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার দেয়া পাহাড়সম ৩৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে দলীয় ১২২ রানের মাথায় হারিয়েছে ৭ উইকেট। 

এর আগে প্রোটিয়াদের দেয়া পাহাড়সম রান তাড়ায় নেমে শুরুতেই জোর ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম পাঁচ ওভার কোনোমতে পার করলেও পরের দুই ওভারেই তিন উইকেট হারিয়ে ফেলেছে তারা।

ষষ্ঠ ওভারে প্রোটিয়া পেসার মার্ক ইয়ানসেনের প্রথম বলেই উইকেটকিপার হাইনরিখ ক্লাসেন হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম (১২)। তার বিদায়ের পর ক্রিজে এসে মুখোমুখি হওয়া প্রথম বলে সেই ক্লাসেনের কাছেই ক্যাচ তুলে দেন নাজমুল হোসেন শান্ত। পরের ওভারে লিজাড উইলিয়ামসের লাফিয়ে উঠা বল টাইগার দলপতি সাকিব আল হাসানের (১) ব্যাটের কানায় লেগে জমা হয় ক্লাসেনের গ্লাভসেই।  

এরপর মাঠে নেমে কিছুটা দেখে শুনে খেলতে থাকেন মুশফিকুর রহিম। কিন্তু তিনিও আউট হয়ে সাজঘরের পথ ধরেন। অফ স্টাম্পের বাইরে শর্ট লেংথের বলে মুশফিক ফ্ল্যাশ করেছিলেন। সরাসরি ক্যাচ গেছে ডিপ থার্ড ম্যানে। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৮ রান।

উইকেট হারানোর মিছিলে এরপর কাগিসো রাবাদার বল ঘুরিয়ে খেলতে গিয়ে মিস করেন লিটন দাস। আম্পায়ার জোয়েল উইলসনের দেওয়া এলবিডব্লিউর সিদ্ধান্ত রিভিউ করেও লাভ হয়নি। লিটন আউট ৪৪ বলে ২২ রান করে। এতে বাংলাদেশ পঞ্চম উইকেটটি হারিয়েছে ৫৮ রানে। এরপর দলীয় ৮১ রানের মাথায় সাজঘরের পথ ধরেন মেহেদী মিরাজ। তিনি আউট হওয়ার আগে ১৯ বলে ১১ রান করেন। 

এর আগে মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়েতে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান করে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ক্রিকেট বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের এটাই দলীয় সর্বোচ্চ স্কোর।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর