২৬ অক্টোবর, ২০২৩ ০৮:০৯

ডাচ শিবিরে তাণ্ডব চালিয়ে ম্যাচসেরা ম্যাক্সওয়েল

অনলাইন ডেস্ক

ডাচ শিবিরে তাণ্ডব চালিয়ে ম্যাচসেরা ম্যাক্সওয়েল

দিল্লিতে বুধবার (২৫ অক্টোবর) টস জিতে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ৩৯৯ রান করে অস্ট্রেলিয়া। তাড়া করতে নেমে মাত্র ৯০ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। ৩০৯ রানের জয়ে বিশ্বকাপে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়ে অজিরা। ওয়ানডে ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ জয়। ৩১৭ রানে জয়ের রেকর্ড রয়েছে ভারতের।

এদিন ব্যাট হাতে ঝড় তুলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংস যতই শেষের দিকে গিয়েছে, ম্যাক্সওয়েল ততই বিধ্বংসী রূপ ধারণ করেছেন। এমনিতেই বিগ হিটার হিসেবে খ্যাতি আছে এই অজি তারকার। নিজের প্রথম ২০ বলে ৩৪ রান তাই স্বাভাবিকই ছিল। এমনকি ২৬ বলে অর্ধশতকটাও ছিল ঠিকঠাক। এরপরের ৯ বলে রীতিমত ঝড় তুলেছেন ম্যাক্সওয়েল। এমন ঝড় ডাচদের রীতিমত উড়িয়ে নিয়ে গিয়েছে। সম্ভাবনাময় ম্যাচটা ছিটকে গিয়েছে পরের ৯ বলে। এসেছে ৪০ রান। করেছেন বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি। 

এমন ইনিংসের সুবাদে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটাও পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। 

তার আগে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ডেভিড ওয়ার্নার ৮৯ বলেই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। রান এসেছিল স্টিভেন স্মিথ এবং মার্নাস লাবুশেনের ব্যাটেও। তবে ম্যাক্সওয়েল ছাড়িয়ে গেছেন সবাইকে। একের পর এক চার-ছয়ে ডাচ বোলারদের দুঃস্বপ্নই উপহার দিয়েছেন তিনি।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর