২৬ অক্টোবর, ২০২৩ ১০:৫৭

বিশ্বকাপে শচীনের কীর্তি ছুঁলেন ওয়ার্নার

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে শচীনের কীর্তি ছুঁলেন ওয়ার্নার

শচীন টেন্ডুলকারকে ছুঁয়ে ফেললেন ডেভিড ওয়ার্নার। বুধবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে শতরান করার সঙ্গে সঙ্গে অস্ট্রেলীয় ওপেনার শচীনের একটি কীর্তিতে ভাগ বসালেন। যদিও রোহিত শর্মার পিছনেই থাকতে হল তাকে।

এবারের বিশ্বকাপে চেনা ফর্মে রয়েছেন ওয়ার্নার। এদিন দিল্লির ২২ গজে তার ব্যাট থেকে এলো ৯৩ বলে ১০৪ রানের ইনিংস। ৯১ বলে শতরান পূর্ণ করেন তিনি। মারলেন ১১টি চার এবং ৩টি ছক্কা। এই নিয়ে এক দিনের বিশ্বকাপে ওয়ার্নারের শতরানের সংখ্যা হল ছয়। বিশ্বকাপে শচীনও ছয়টি শতরান রয়েছে।

শচীনকে ছুঁয়ে ফেললেও বিশ্বকাপে শতরানের তালিকায় ওয়ার্নার অবশ্য শীর্ষে পৌঁছতে পারলেন না। শীর্ষ স্থান রয়েছে রোহিতের দখলে। বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়কের শতরানের সংখ্যা সাতটি। শচীনের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে থাকলেন ওয়ার্নার। এই তালিকায় যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন দুই প্রাক্তন ক্রিকেটার। তারা হলেন রিকি পন্টিং এবং কুমার সাঙ্গাকারা। এক দিনের বিশ্বকাপে তাদের শতরানের সংখ্যা পাঁচ।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর