২৬ অক্টোবর, ২০২৩ ১৪:৪২

মাহমুদুল্লাহর সেই ইনিংসে ভর করে ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশ!

অনলাইন ডেস্ক

মাহমুদুল্লাহর সেই ইনিংসে ভর করে ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশ!

মাহমুদুল্লাহ রিয়াদ

আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। এরপর হঠাৎ ছন্দপতন। সুর, তাল, লয় হারিয়ে ফেলে পুরো দল। বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে ১৩৭ রানে, নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে, ভারতের কাছে ৭ উইকেটে ও দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানে হেরেছে সাকিব বাহিনী। পাঁচ ম্যাচে চার হার। ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবার নিচে অবস্থান টাইগারদের।

প্রোটিয়াদের বিপক্ষে বিশাল ব্যবাধানে হারের পর দল হিসেবে বাংলাদেশ সমালোচিত হলেও দারুণ ইনিংসের জন্য প্রশংসিত হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজাও মাহমুদুল্লাহকে প্রশংসায় ভাসিয়েছেন। বলেছেন, তার এই ইনিংস নতুন করে জাগিয়ে দিতে পারে বাংলাদেশকে।

মাহমুদুল্লাহর প্রসঙ্গে যাওয়ার আগে নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশের হারের জন্য ঘরের মাঠের স্পিনিং উইকেটকে দায়ী করে রমিজ বলেছেন, ‘বাংলাদেশের উচিত গতিময় উইকেট বানিয়ে এমন ব্যাটসম্যান নিয়ে আসা যারা কিনা ভালো উইকেটে ফাস্ট বোলারদের মোকাবিলা করতে পারে। এতে তাদের সামগ্রিক ক্রিকেটেরও অনেক উন্নতি হবে। স্পিনারদেরও বাউন্সি উইকেট দরকার। কারণ, স্পিনাররা বাংলাদেশের জয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ। নিজ দেশে তো টার্নিং উইকেট বানিয়ে জিতে যাচ্ছে। কিন্তু আপনি যদি বাউন্সি উইকেট বানান তবে টার্ন না হলেও বোলাররা সফল হতে পারে। ভালো উইকেট বা বাউন্সি উইকেটের কারণে আপনার ব্যাটিং–বোলিং দুটোরই উন্নতি হবে। এমনটা হলে আপনাকে বিশ্ব মঞ্চে এমন একপেশে ম্যাচ আর দেখতে হবে না। দেখুন, তারা অনেক রান দিয়েছে। অনেক বাজে বোলিং করেছে তারা।’

এরপর মাহমুদুল্লাহর ১১১ রানের ইনিংসটির ভূয়সী প্রশংসা করে পাকিস্তানের এই সাবেক অধিনায়ক বলেন, ‘এই ইনিংসে সে বাংলাদেশের ড্রেসিংরুমে একটি বার্তাও দিয়েছে। বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য। সে জানিয়েছে, যদি আপনার বড় মন থাকে, আবেগ থাকে, ব্যাকফুটে যদি ভালো খেলতে পারেন এবং নিজেকে যদি সময় দেন, তবে আপনি যেকোনো বোলিং আক্রমণের বিপক্ষে ভালো করতে পারেন। সব মিলিয়ে অসাধারণ একটি ইনিংস সে খেলেছে। কারণ, যখন উইকেট পড়তে থাকে এবং আপনি জানেন যে জেতা কঠিন, তখন মনোযোগও আর থাকে না। কিন্তু সে জানত, নিজেকে তার প্রমাণ করতে হবে। সে জানত, তার নিজের ক্যারিয়ারের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ ইনিংস। সে হয়তো ভেবেছে, এই ইনিংসের কারণে পরের ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে। বাংলাদেশকে বেশ কিছু বার্তা সে দিয়েছে। এখন আগামী ম্যাচে বাংলাদেশ কী করে সেটাই দেখার।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর