২৭ অক্টোবর, ২০২৩ ০৬:১৭

টানা তিন ম্যাচ হারের পরেও বিশ্বকাপ জেতার স্বপ্ন পাকিস্তানের

অনলাইন ডেস্ক

টানা তিন ম্যাচ হারের পরেও বিশ্বকাপ জেতার স্বপ্ন পাকিস্তানের

ফাইল ছবি

ভারত, অস্ট্রেলিয়ার পর আফগানিস্তানের বিরুদ্ধেও হেরে যায় পাকিস্তান। কিন্তু তাতেও মনোবল ভাঙেনি বাবর আজমদের। আগামী সব কয়টি ম্যাচ জিতে সেমিফাইনালে উঠতে মরিয়া তারা। এমনকি বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখনো দেখছেন পাকিস্তানি কোচ মিকি আর্থার।

এবারের বিশ্বকাপে পাকিস্তান পাঁচটি ম্যাচ খেলে ফেলেছে। এর মধ্যে পর পর তিনটি ম্যাচে হেরেছে তারা। এমন অবস্থায় বাকি চারটি ম্যাচ জিতলে সেমিফাইনালে ওঠার আশা বেঁচে থাকবে পাকিস্তানের।

শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামার আগে পাকিস্তানি কোচ বলেন, সাজঘরে আমরা বলেছি যে, টানা ছয়টি ম্যাচ জিতলেই বিশ্বকাপ আমাদের। টানা ছয়টি ম্যাচ জিততে হবে। নিজেদের পরিকল্পনার ১০০ শতাংশ কাজে লাগাতে হবে। সেটা করতে পারলে বিশ্বকাপ না জেতার কোনো কারণ দেখছি না। দক্ষিণ আফ্রিকা ভালো দল। এখন তাদের আত্মবিশ্বাসও তুঙ্গে। কিন্তু আমরাও নিজেদের দিনে যেকোনো দলকে হারাতে পারি।

একই সুর দলের সহ-অধিনায়ক শাদাব খানের গলায়। তিনিও মনে করেন যে, পাকিস্তান বিশ্বকাপ জিততে পারে। শাদাব বলেন, আমি বিশ্বাস করি মিরাকল হয়। নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারিনি আমরা। আগামী ম্যাচ থেকেই ধারাবাহিকভাবে জিততে হবে আমাদের। মরণ-বাঁচন অবস্থা হলে চাপ কমে যায়। এখন আর জেতা ছাড়া কিছু করার নেই আমাদের।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর