২৭ অক্টোবর, ২০২৩ ০৮:৫২

টাইগার শিবিরে স্বস্তির খবর

অনলাইন ডেস্ক

টাইগার শিবিরে স্বস্তির খবর

কাঁধের ইনজুরিতে পড়েন নিউজিল্যান্ড ম্যাচে। চেন্নাইয়ে নিউজিল্যান্ডের আগের দিন অনুশীলনে কাঁধে ব্যথা পেয়েছিলেন তাসকিন আহমেদ। তারপরও টিম ম্যানেজমেন্ট তাকে নিউজিল্যান্ড ম্যাচে খেলান। কিন্তু পূর্ণ গতিতে বোলিং করতে পারেনি। পুণেতে স্বাগতিক ভারত ম্যাচে খেলেননি ডান হাতি এ ফাস্ট বোলার। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগের দিন অনুশীলনে রানিং করেন। বোলিংও করেন। তবে বোলিং করেছিলেন শ্যাডো। বল হাতে দৌড়ে ক্রিজের সামনে এসে থেমে যান। তখনো তার কাঁধে ব্যথা ছিল। 

আগামীকাল নেদারল্যান্ডস ম্যাচ। নিউজিল্যান্ড ম্যাচের পর মাঠের বাইরে থাকায় ব্যথাটা কমে যায় তাসকিনের। গতকাল তিনি বোলিং করেন টাইগারের ঐচ্ছিক অনুশীলনে। এ সময় নেটে ব্যাট করতে থাকা মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজদের লম্বা সময় ধরেই বল করেছেন তাসকিন। পরে ফিল্ডিং অনুশীলনে উচ্চতাসম্পন্ন ক্যাচ নিতেও দেখা যায় তাকে। তাসকিনের পুরো অনুশীলন সেশনে পাশে সঙ্গী হিসেবে ছিলেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

শনিবার (২৮ অক্টোবর) কলকাতায় জয়ের ধারায় ফেরার লক্ষ্যে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। এখন পর্যন্ত তারা পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে। অথচ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে বিশ্বকাপের শুরুটা ভালো হয়েছিল সাকিব আল হাসানদের। এরপরই তারা খেই হারিয়েছে। ব্যাটিং ও বোলিং ব্যর্থতায় ন্যূনতম লড়াইও দেখাতে পারছে না টিম টাইগার্স।

টানা চার পরাজয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন অনেক কঠিন করে তুলল চন্ডিকা হাথুরুসিংহের দল।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর