২৭ অক্টোবর, ২০২৩ ০৯:০৭

পাকিস্তানের ‘ডু অর ডাই’ ম্যাচ; প্রস্তুত দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক

পাকিস্তানের ‘ডু অর ডাই’ ম্যাচ; প্রস্তুত দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপে শুক্রবার (২৭ অক্টোবর) উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ধুঁকতে থাকা পাকিস্তান। ‘ডু অর ডাই’ ম্যাচে একাধিক পরিবর্তনের আভাস ম্যান ইন গ্রিনদের। আর অপরিবর্তিত একাদশ রাখাই লক্ষ্য দক্ষিণ আফ্রিকার। ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায়।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছে প্রোটিয়ারা। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে দাঁড়াতেই দেয়নি তারা। অন্যদিকে, সেমির আশা জিইয়ে রাখতে আজ নয়, বাকি ম্যাচও জিততে হবে বাবর আজমদের। হারলেই বিদায়। টানা তিন ম্যাচ হেরে পাকিস্তানের এ করুণ সমস্যা। অথচ তাদের শুরুটা একেবারে খারাপ ছিল না। প্রথম ম্যাচে নেদারল্যান্ডস এবং পরের ম্যাচে শ্রীলঙ্কার ৩৪৫ রান টপকে জিতে যায়। পাকিস্তান সমর্থকদের আশা ছিল পরের ম্যাচগুলোও জয় পেয়ে বাবররা পয়েন্ট তালিকায় সুবিধাজনক স্থানে থাকবেন। তা আর হলো কই, ভারত, অস্ট্রেলিয়া এমনকি দুর্বল প্রতিপক্ষ আফগানিস্তানের কাছে শোচনীয় হার মানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের বাঁচা-মরার লড়াই। এরপর বাংলাদেশ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে কঠিন লড়াই।

তবে একটা বিষয়ে ম্যাচে বাবরদের অনুপ্রেরণা জোগাতে পারে। এবার বিশ্বকাপ তারা শুরু করেছিল নেদারল্যান্ডসকে হারিয়ে। সেই ডাচরাই ডি ককদের বিধ্বস্ত করেছিল। সবকিছু মিলিয়ে পাকিস্তান এখন লাইনচ্যুত দল। জিতলে হয়তো শেষ পর্যন্ত লড়াইয়ে টিকে থাকতে পারে তারা।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর