২৮ অক্টোবর, ২০২৩ ১২:০৯

এখনও সব শেষ হয়ে যায়নি; কেন বললেন তাসকিন?

অনলাইন ডেস্ক

এখনও সব শেষ হয়ে যায়নি; কেন বললেন তাসকিন?

বিশ্বকাপের মঞ্চে টানা চার হারে মানসিকভাবে বিধ্বস্ত টাইগাররা। বিপর্যস্ত অবস্থা থেকে মুক্তি চাইছেন ক্রিকেটাররা। এ জন্য ডাচদের বিপক্ষে আজকের ম্যাচে জয় চাই। শনিবার (২৮ অক্টোবর) ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে, বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। ম্যাচ নিয়ে অবশ্য যথেষ্ট আশাবাদী বাংলাদেশ দল। ম্যাচের আগের দিন (শুক্রবার) সংবাদ সম্মেলনে আসা টাইগার পেসার তাসকিন আহমেদ অবশ্য শুনিয়েছেন সেই আশার বাণীও। 

এই পেসার বলছিলেন, ‘আশা অনুযায়ী তো বোলিং-ব্যাটিং দুটোই হয়নি। আশা করছি যে কালকে আমাদের সেরাটা দিয়ে যেসব জায়গায় ভুল হয়েছে ওগুলোতে উন্নতি করা (সম্ভব)। মূল লক্ষ্য এখন তো জেতার কোনো বিকল্প নেই। নিজেদের সেরাটা দিয়ে জেতাটা মূল লক্ষ্য। যেসব জায়গায় ভালো হয়নি, সেসব জায়গায় ১০-১৫ শতাংশ উন্নতি করলে হয়ত জেতার সুযোগটা আসবে।’ 

বাংলাদেশ দলের এখনো অনেক কিছুই করে দেখানোর ক্ষমতা রয়েছে এমনটাই বলছেন তাসকিন, ‘এখনও সব শেষ হয়ে যায়নি। আরও চার ম্যাচ আছে। পরের ৪ ম্যাচে যদি আমরা জিততে পারি, অনেক কিছুই সম্ভব। কারণ এখানে রান রেটের একটা ব্যাপার আছে এবং কয়েকটি দল আছে যেমন- ইংল্যান্ড হেরেছে আফগানিস্তানের কাছে। আবার ইংলিশরা শ্রীলঙ্কার বিপক্ষেও হেরেছে। ফলে যদি পরের চার ম্যাচে জিততে পারি তাহলে গল্পটা অন্যরকম হতে পারে।’ 

এদিকে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস  জানিয়েছেন নিজেদের সামর্থ্য সম্পর্কে, ‘আমরা বেশি দর্শকের সামনে খেলতে পছন্দ করি। ছেলেরাও মুখিয়ে আছে। কালকের দর্শকরা ভারত নাকি বাংলাদেশ থেকে আসছেন, তা আমরা জানি না। আমরা তাদের সামনে ভালো পারফরম্যান্স দেখাতে চাই। আমরা প্রতিটি ম্যাচই জেতার জন্য খেলি। এটা বিগ গেম, প্রতিটি ম্যাচই বিগ গেম। মাঠে নামতে মুখিয়ে আছি। আমরা আমাদের সামর্থ্য সম্পর্কে জানি।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর