২৮ অক্টোবর, ২০২৩ ১৯:২২

২০ রানের আগেই নেই ২ উইকেট, সহজ ম্যাচেও কঠিন পথে টাইগাররা

অনলাইন ডেস্ক

২০ রানের আগেই নেই ২ উইকেট, সহজ ম্যাচেও কঠিন পথে টাইগাররা

ভুল শট খেলে আউট হওয়া যেন লিটন কুমার দাসের অভ্যাসে পরিণত হয়ে হয়েছে। নেদারল্যান্ডসের বিপক্ষের ম্যাচেও লিটন ফিরলেন মাত্র ৩ রানে। আর এই তিন রান তুলতে নান্দনিক শট খেলার জন্য বিশেষ প্রশংসা কুড়ানো লিটন খেলেছেন ১২টি বল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ৪৪ বলে ২২ রান করেছিলেন লিটন।

লিটনের পরই ১৬ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন টাইগার তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। মাঝারি লক্ষ্যে খেলতে নেমেও ব্যাটিং বিপর্যয়ের দিকে হাঁটছে সাকিব বাহিনী।

টুর্নামেন্টে প্রথম ম্যাচের পর আর কোনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। সাকিব আল হাসানের দল টানা চার হারের অস্বস্তিকর পরিসংখ্যান নিয়েই নেদারল্যান্ডসের বিপক্ষে আজ মাঠে নামে। ডাচদের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের চাই ২৩০ রান।
 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর