২৯ অক্টোবর, ২০২৩ ০৮:১১

এমন হারের পর যা বললেন সাকিব

অনলাইন ডেস্ক

এমন হারের পর যা বললেন সাকিব kool-shakib-al-hasan

কফিনের শেষ পেরেক ঠুকে দেওয়া হয়তো একেই বলে। আত্মবিশ্বাসহীনতায় ভুগতে থাকা টাইগাররা সহজ প্রতিপক্ষ নেদারল্যান্ডসের কাছেও হেরে গেছে ৮৭ রানের বড় ব্যবধানে। এদিনও ব্যাট হাতে ব্যর্থ টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

নেদারল্যান্ডসের বিপক্ষে ১৪ বলে ৫ রান করে আউট হন তিনি। দলও হারে। এ ম্যাচের পর ভক্তদের ‘ভুয়া’, ‘ভুয়া’ দুয়ো ধ্বনি শোনা যায়। এ নিয়ে জানতে চাওয়া হয় সাকিবের কাছে। উত্তরে তিনি বলেন, ‘হতাশাজনক। কিন্তু তারা আসলে প্রত্যাশাও করে ভালো কিছু। স্বাভাবিকভাবে সেটা না হলে তাদেরও রাইটস আছে তাদের মতো করে বলার। তাদের ক্ষেত্রে কোনো অভিযোগ নেই। আমি মনে করি যেভাবে আমরা খেলেছি, সেটা আমরা ডিজার্ভ করি।’ 

১৯৯৯ সাল থেকে বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। এবার বাংলাদেশ খেলছে নিজেদের সপ্তম বিশ্বকাপ। কিন্তু কোনোটিতেই সেমিফাইনালে খেলতে পারেনি। এবার সেমিতে খেলার কথা বেশ জোরেসোরে শোনা গেলেও তিন ম্যাচ বাকি থাকতেই প্রায় সব সম্ভাবনা শেষ। কীভাবে হলে সেমিতে খেলতে পারবে বাংলাদেশ?

উত্তরে সাকিব বলেন, ‘এটা তো বলা মুশকিল। আপনি ভুল মানুষকে হয়তো প্রশ্ন করেছেন। আমার জায়গা থেকে যদি বলি, অনেক কিছু বদলালে করলে হয়তো বদলটা আসবে। কিন্তু এখন আসলে এগুলো বলার টাইম না।’

‘যেটা আপনি বললেন ২৪ বছরে সেমিফাইনালে খেলতে পারিনি। অন্তত আমাদের দেশের মানুষরা যেভাবে ক্রিকেটটা পছন্দ করে, সবাই ক্রিকেটের প্রতি যেভাবে ফোকাস করে থাকে আমাদের আরও ভালো করা উচিত ছিল।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর