২৯ অক্টোবর, ২০২৩ ০৮:৫৯

জয়ের এত কাছে গিয়ে হারায় কষ্ট লাগছে : ল্যাথাম

অনলাইন ডেস্ক

জয়ের এত কাছে গিয়ে হারায় কষ্ট লাগছে : ল্যাথাম

বিশ্বকাপে গতকাল শ্বাসরুদ্ধকর এক ম্যাচ দেখল দর্শকরা। আগে ব্যাট করে নিউজিল্যান্ডের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ৩৮৮ রান করেছিল অস্ট্রেলিয়া। প্রতিবেশী নিউজিল্যান্ডও ছেড়ে কথা বলেনি। জিততে হলে ইতিহাস গড়তে হবে জেনেও শেষ বল পর্যন্ত লড়াই করেছে তারা।

শেষ ২ বলে ৭ রানের সমীকরণ মেলাতে না পেরে ৫ রানে হেরেছে টম ল্যাথামের দল। হারের পর কিউই অধিনায়ক ল্যাথাম বলেছেন, ৪০০ রানের কাছাকাছি তাড়া করতে নেমে নিখুঁত ক্রিকেট খেলার প্রয়োজন ছিল। তবে জয়ের খুব কাছে গিয়েও জিততে না পারার কষ্টও স্বীকার করেছেন তিনি।

ম্যাচ শেষে ল্যাথাম বলেন, দারুণ একটা ক্রিকেট ম্যাচ ছিল। এত কাছে গিয়েও হারায় কষ্ট লাগছে।

৫০ ওভারে খেলে ৯ উইকেটে ৩৮৩ রানে থেমেছে নিউজিল্যান্ড। কিউই অধিনায়ক বলেছেন, চারশো’র কাছাকাছি রান তাড়া করতে নামলে নিখুঁত ক্রিকেট খেলতে হয়।

নিউজিল্যান্ডের হয়ে ১১৬ রানের ইনিংস খেলেন রাচিন রবীন্দ্র। তার ও অন্য খেলোয়াড়দের প্রশংসা করে ল্যাথাম বলেছেন, রাচিন দুর্দান্ত ব্যাট করেছে। তাড়া করতে নেমে অন্যতম সেরা ইনিংস। কাছাকাছি পৌঁছাতে পারাটা বিশেষ কিছু ছিল। সতীর্থদের নিয়ে আমি গর্বিত।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর