৩০ অক্টোবর, ২০২৩ ১৭:৪৫

আহত টাইগারদেরও সমীহ করছে পাকিস্তান

অনলাইন ডেস্ক

আহত টাইগারদেরও সমীহ করছে পাকিস্তান

টানা পাঁচ হারের দুঃসহ স্মৃতি নিয়ে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ। বিপরীতে ছয় ম্যাচে প্রথম দুই জয়ের পর পাকিস্তানও হেরেছে টানা চারটায়। দুই দলের জন্যই তাই বাঁচা মরার লড়াই।

মানসিকভাবে বাবর আজম কিংবা সাকিব আল হাসান, কেউই ভালো নেই। তবুও টাইগারদের বিপক্ষে পরিসংখ্যানে অনেকটা এগিয়ে পাকিস্তান।

আগামীকাল কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন বলেছেন, ‌‘দেখুন, শুরুতেই বলেছিলাম এই টুর্নামেন্টে ১০ দলই যোগ্যতাসম্পন্ন। যেকোনো দলকে হারাতেই আমাদের ভালো খেলতে হবে। তিন বিভাগেই ভালো করতে পারলে আমরা এই টুর্নামেন্টে যেকোনো দলকে হারাতে পারব।’ 

তিনি আরো বলেছেন, ‘আমরা বাংলাদেশকে অনেক সমীহ করি। ভালো ভালো খেলোয়াড় নিয়েই দলটা গড়া। আমরা তাদের শক্তির জায়গাগুলো যেমন জানি তেমনি দুর্বলতাগুলো বের করে আনতেও কাজ করেছি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য আমরা ভালো প্রস্তুতিই নিয়েছি।’

ব্র্যাডবার্ন আরো বলেছেন, ‘আমরা বাংলাদেশকে ভালো করেই জানি। এশিয়া কাপে তাদের বিপক্ষে খেলেছি, আগেও খেলেছি...হোমওয়ার্কও করাই আছে। আগামী তিন ম্যাচেই আমরা নিজেদের সেরাটা দিতে চাই।’


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর