৩১ অক্টোবর, ২০২৩ ০৮:০৬

আজ মুখোমুখি সাকিব-বাবর

অনলাইন ডেস্ক

আজ মুখোমুখি সাকিব-বাবর

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ সবসময়ই মর্যাদার। এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের বিরুদ্ধে সাকিবরা খেলবেন পয়েন্ট টেবিলের নয় নম্বরে থেকে। পয়েন্ট টেবিলের ছয় নম্বরে পাকিস্তান। দুই দলেরই বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন প্রায় ফিকে হয়ে এসেছে। তবুও বিশ্বকাপের মঞ্চে প্রতিটি ম্যাচই বিশেষ কিছু।

দুই দল পরস্পরের বিরুদ্ধে ম্যাচ খেলেছে ৩৫টি। বাংলাদেশের ৫ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ৩৩টি। পরিসংখ্যান, ঐতিহ্য ও শক্তিমত্তায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা অনেক এগিয়ে। তারপরও দিনের খেলা ক্রিকেট বলে স্বপ্ন দেখছে সাকিবরা। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের রেকর্ড রয়েছে বাংলাদেশের। ১৯৯৯ সালে পাকিস্তানকে ৬১ রানে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে আজ খেলবে সাকিব বাহিনী। যদিও টানা পাঁচ ম্যাচ হেরে খাদের কিনারায় এসে দাঁড়িয়ে আছে ক্রিকেটাররা। 

তারপরও জয়ই টার্গেট সাকিবের, ‘আমি কোনো দলকেই আলাদা করে রেট করতে চাই না। আমরা বিশ্বকাপ খেলতে এসেছি। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। কালকের (আজ) ম্যাচ আলাদা কিছু নয়। আগে যেভাবে খেলেছিলাম সেভাবেই নিচ্ছি।’ 

নেদারল্যান্ডস ম্যাচ দেখতে প্রায় ২০ হাজার দর্শক আসেন কলকাতায়। বাজে ব্যাটিং ব্যর্থতায় ডাচ বাহিনীর কাছে হেরেছে ৮৭ রানে। আইসিসি সহযোগী দেশের বিরুদ্ধে হারের ধাক্কা সামলাতে পারেননি ক্রিকেটপ্রেমীরা। তাই আজকের ম্যাচ নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছেন। বিশ্বকাপের ম্যাচ দেখতে আসা অনেকেই ফিরে গেছেন দেশে। যারা রয়ে গেছেন, তারাও টাইগারদের পারফরম্যান্সে হতাশ হয়ে খেলা না দেখার কথা ভাবছেন। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর