৩১ অক্টোবর, ২০২৩ ১৭:৪১

ভুল শটে কূল হারিয়ে ফিরলেন থিতু সাকিব

অনলাইন ডেস্ক

ভুল শটে কূল হারিয়ে ফিরলেন থিতু সাকিব kool-shakib-al-hasan

হারিস রউফের দ্বিতীয় শিকার হয়ে ভুল শট খেলে সাজঘরে ফিরলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ৬৪ বলে ৪৩ রান করেছেন তিনি।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা টাইগার শিবিরের একপ্রান্তে আগলে ছিলেন সাকিব। তবে শেষ পর্যন্ত স্নায়ু ধরে রাখতে পারলেন না বাংলাদেশের অধিনায়ক। 

হারিসের শর্ট বলে তুলে মারতে গিয়েছিলেন সাকিব। তবে শেষরক্ষা হয়নি। মিডউইকেটেই ক্যাচ তুলেছেন বাংলাদেশ অধিনায়ক। মিরাজের সঙ্গে সাকিবের জুটিতে ৪৮ বলে এসেছিল ৪৫ রান। 

এদিকে ওপেনার লিটন ‍কুমার দাসের সাথে ৭৯ রানের জুটি গড়ে দলকে প্রাথমিক চা থেকে মুক্ত করেছিলেন পাঁচে নামা মাহমুদ উল্লাহ রিয়াদ। এরপর ৭০ বলে ৫৬ রান করে ফেরেন তিনি।

রিয়াদের পর মাঠে নেমে খুব একটা থিতু হতে পারেননি তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়। ৩ বলে ৭ রান করে উসমান মিরের শিকার হয়ে হৃদয় সাজঘরের পথ ধরেছেন। ফলে খোয়া গেছে টাইগারদের ছয় উইকেট। ফলে খেলার মাঝপথে এসে আবারো চাপে পড়ে টাইগাররা।

ব্যাট করতে নেমে শুরুতেই তরুণ ওপেনার তানজিদ হাসানকে হারায় বাংলাদেশ। শাহিন আফ্রিদির ৪ বল খেলে ০ রানেই আউট হন তানজিদ। এরপর শাহিনের দ্বিতীয় শিকার হয়ে ৩ বল খেলে ৪ রানে ফেরেন নাজমুল হোসেন শান্ত। লিটন একপ্রান্ত আগলে রাখলেও বাজে শট খেলে ইফতেখার আহমেদের শিকার হয়ে টাইগারদের চতুর্থ উইকেট হিসেবে সাজঘরে ফেরেন লিটন কুমার দাস। তিনি ৬৪ বলে ৪৫ রান করেছিলেন।

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ।  

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর