১ নভেম্বর, ২০২৩ ০৮:৫৩

বিশ্বাস করি আমরা কামব্যাক করব: মিরাজ

অনলাইন ডেস্ক

বিশ্বাস করি আমরা কামব্যাক করব: মিরাজ

বাংলাদেশ দলের এখন বিপর্যস্ত অবস্থা। সাত ম্যাচের কেবল একটিতে জিতেছে বাংলাদেশ। এখন আর দু'টি ম্যাচ বাকি। তাতে বাংলাদেশের প্রাপ্তির সুযোগ খুব কম। বিশ্বকাপে সেরা আটে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার স্বপ্নও এখনও ফিকে। দুই ম্যাচে হারাতে হবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে। এরপরও তাকিয়ে থাকতে হবে বাকিদের দিকে। শেষ অবধি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না পারলে সেটা দেশের জন্য কত বড় বিপর্যয় হবে?

উত্তরে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমাদের কিন্তু ভাগ্যটাও কাজ করছে না। আমরা চেষ্টা করছি। সবাই ভালো খেলার চেষ্টা করছে। কেউ তো খারাপ খেলতে চায় না। দিনশেষে আমরা সবাই চেষ্টা করছি। কিন্তু একটা জিনিস দেখেন অনেকসময় লাক ফেভার করছে না।’

‘আমরা ব্যাটসম্যানরা যেখানে খেলছি, সেখানে হাতে চলে যাচ্ছে বল। ক্যাচ হচ্ছে অথবা ফিল্ডিং করছে। বোলিং যখন করছি কিছু না কিছু হচ্ছে। এরকম তো কখনোই হয়নি, বিগত তিন বছর ধরে ওয়ানডে আমরা খেলছি। কিন্তু আমার মনে হয় লাকটা একটু কম কাজ করছে। তবে আমরা বিশ্বাস করি বাংলাদেশ আবার কামব্যাক করবে।’

সাত বছরের বেশি সময়ের ক্যারিয়ার মেহেদী হাসান মিরাজের। এমন খারাপ অবস্থা কী দলের ভেতর কখনো দেখেছেন? এমন প্রশ্ন করা হয়েছিল পাকিস্তান ম্যাচের পরের সংবাদ সম্মেলনে।  

উত্তরে মিরাজ বলেন, ‘এরকম কখনই হয়নি। আমাদের ভাগ্য সহায় হচ্ছে না। সবাই চেষ্টা করছে কিন্তু। প্র্যাকটিস করছি, পরিকল্পনা করছি। কিন্তু ভাগ্য না থাকলে সফল হবেন না। দিনশেষে আল্লাহর রহমত দরকার, ভাগ্য দরকার। বিশ্বাস করি এটা বেশি দিন যাবে না, আমরা কামব্যাক করব।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর