১ নভেম্বর, ২০২৩ ১৭:৪৫

সেঞ্চুরির সঙ্গে ক্যালিসকেও ছাড়িয়ে গেলেন ডি কক

অনলাইন ডেস্ক

সেঞ্চুরির সঙ্গে ক্যালিসকেও ছাড়িয়ে গেলেন ডি কক

চলতি বিশ্বকাপে সপ্তম ম্যাচ খেলতে নেমে চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন বাঁহাতি প্রোটিয়া ব্যাটার কুইন্টন ডি কক।

বুধবার ভারতের পুনেতে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছেন ছক্কা মেরে। এই রান করতে তিনি মোকাবিলা করেন ১০৩ বল।

এই রান করে এক বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে বেশি রান সংগ্রহের তালিকায় এখন শীর্ষে কুইন্টন ডি কক। সাবেক প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে ছাড়িয়ে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। 

২০০৭ বিশ্বকাপে ৯ ইনিংসে ৪৮৫ রান করেছিলেন ক্যালিস। তাকে ছাড়িয়ে যেতে আজ ডি ককের দরকার ছিল ৫৫ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে সেটা পেরিয়ে গেছেন তিনি। এই রান পার হয়ে থেমেছেন সেঞ্চুরি করে। ১১৬ বলে ১১৪ রান করে আউট হয়ে মাঠ ত্যাগ করেন ডি কক। চলতি বিশ্বকাপে ৭ ম্যাচে চার সেঞ্চুরিতে ৫৪৫ রান করেছেন।

ডি কক, ক্যালিসের পর তৃতীয় স্থানে আছেন সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ২০১৫ বিশ্বকাপে সাত ইনিংসে তিনি করেছিলেন ৪৮২ রান। ২০০৭ আসরে সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথের ব্যাট থেকে এসেছিল ৪৪৩ রান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ ওভার শেষে প্রোটিয়াদের সংগ্রহ ২ উইকেটে ২৫২ রান। 

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর