২ নভেম্বর, ২০২৩ ০৮:০৩

ভারতের দুর্বলতা কোথায়? জানালেন আকরাম-মিসবাহ

অনলাইন ডেস্ক

ভারতের দুর্বলতা কোথায়? জানালেন আকরাম-মিসবাহ

চলতি ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত সেমিফাইনালে খেলা অনেকটাই নিশ্চিত করেছে স্বাগতিক ভারত। দুর্দান্ত ছন্দে থাকা ভারত এখন পর্যন্ত ৬টি ম্যাচেই জিতেছে। তবুও তাদের একটি দুর্বলতার জায়গা চিহ্নিত করেছেন সাবেক দুই পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরাম ও মিসবাহ-উল-হক।

তাদের মতে, উড়তে থাকা ভারত দলে দুর্বলতার নাম শ্রেয়াস আইয়ার। রোহিত শর্মা, বিরাট কোহলি ও লোকেশ রাহুলরা দারুণ ছন্দে থাকলেও তরুণ এই ব্যাটার এখনও সেভাবে জ্বলে উঠতে পারেননি। এছাড়া ভারতের ব্যাটসম্যানদের মতো বোলাররাও আছেন দারুণ ছন্দে। সব মিলিয়ে রোহিত শর্মার দলে বড় কোনো দুর্বলতা নেই বলেই অনেকে মনে করেন। 

পাকিস্তানের টেলিভিশন ‘এ স্পোর্টস’-এর অনুষ্ঠানে সাবেক পাক অধিনায়ক মিসবাহ বলেন, ‘ফিট হয়ে উঠলে হার্দিক ফিরবে। প্রথম দিন থেকেই আমার মনে হয়েছে লোকেশ রাহুলের ৫ নম্বরে ব্যাট করতে নামাটা তার জন্য একটু দেরিতে হয়ে যাচ্ছে। তার ৪ নম্বরে ব্যাট করা উচিত। হার্দিক ফিরলে সূর্যকুমার যাদব ৬ নম্বরে ও জাদেজা ৭ নম্বরে ব্যাট করবে। তাহলে তার (আইয়ার) একাদশে থাকাটা কঠিনই হবে।’

দ্রুতগতির শর্ট বলে আইয়ারের দুর্বলতা রয়েছে বলে মনে করেন সাবেক এই পাকিস্তানি তারকা, ‘সে (আইয়ার) রান করেছে। সে অস্ট্রেলিয়ার বিপক্ষে শতক করেছে, যেটাকে অনেক উঁচুভাবেই দেখা হয়। কিন্তু সব মিলিয়ে ফাস্ট বোলিংয়ের বিপক্ষে তার গড় ১৯ থেকে ২০-এর মধ্যে। শর্ট বলে তো তাকে খুঁজেই পাওয়া যায় না। আপনার দুর্বলতা যখন প্রকাশ পেয়ে যাবে, সব দলই সুবিধাটা কাজে লাগাবে।’

অন্যদিকে, আইয়ারের জায়গায় ইশান কিষাণ ভালো হতে পারে বলে উল্লেখ করেন কিংবদন্তি ওয়াসিম আকরাম, ‘তাকে পারফর্ম করতে হবে। কারণ, ঈশান কিষাণ বসে আছে এবং সে বাঁ-হাতি। এশিয়া কাপের প্রথম ম্যাচে তার খেলাটা মনে করুন। সে আর হার্দিক পান্ডিয়া একটা জুটি গড়েছে। সে মিডল অর্ডারেও ব্যাট করতে পারে।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর