৩ নভেম্বর, ২০২৩ ১৫:৫৯

আফগানদের সামনে হঠাৎ ছন্নছাড়া ডাচরা

অনলাইন ডেস্ক

আফগানদের সামনে হঠাৎ ছন্নছাড়া ডাচরা

আফগান আঘাতে কুপোকাত হয়ে ইংল্যান্ড, পাকিস্তানের মতো বর্তমান ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই হিসেবে নেদারল্যান্ডস শুরুতেই গুড়িয়ে যাওয়া কথা ছিল। তবে প্রথমে ধাক্কা খেলেও আফগান বোলারদের বেশ ভালোভাবেই টক্কর দিচ্ছিল নেদারল্যান্ডসের টপ অর্ডার ব্যাটাররা।

ওপেনার ওয়েসলি ব্যারেসিকে শুরুতেই ফিরিয়েছিলেন মুজিব উর রহমান। তবে তাল সামলে হাল ধরেন আরেক ডাচ ওপেনার ম্যাক্স ও'ডাউড। কলিন অ্যাকেরমানের সাথে ৬৯ রানের জুটি গড়ে ফেরেন এই ওপেনার।

তিনে নামা অ্যাকেরমান সাইব্রান এঙ্গেলব্রাচকে সাথে নিয়ে আফগান বোলারদের ধীরেসুস্থে মোকাবেলা করছিলেন। কিন্তু সেই জুটিও থিতু হয়নি। জুটির ১৯ রানের মাথাতেই অ্যাকেরমান ফিরেছেন রানআউটের শিকার হয়ে। এরপর পাঁচে নামা স্কট এডওয়ার্ডস ০ রানে রান আউটের শিকার হন।

ছয়ে নামা বাস ডি লিডও মোহাম্মদ নবীর শিকার হয়ে ৬ বলে ৩ রান করে সাজঘরের পথ ধরেন। ১৬ ওভারে ৮৪ রানে দুই উইকেট হারানো ডাচদের ২০ ওভার পেরোতেই নেই আরো তিন উইকেট। সবমিলিয়ে পাঁচ উইকেট হারিয়ে অনেকটা ছন্নছাড়া ডাচ শিবির।

ডাচদের হারাতে পারলেই সেমিফাইনালের অন্যতম দাবিদার হয়ে উঠতে পারে আফগানিস্তান। এরইমধ্যে ৬ ম্যাচে তিন জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে আফগানরা। যেখানে ৭ ম্যাচে ৩ জয় নিয়ে নেট রানরেটের হিসেব নিকেশে পাকিস্তান আছে পাঁচ নম্বরে।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর