৪ নভেম্বর, ২০২৩ ০৮:৩৪

মুখোমুখি নিউজিল্যান্ড-পাকিস্তান; একনজরে পরিসংখ্যান

অনলাইন ডেস্ক

মুখোমুখি নিউজিল্যান্ড-পাকিস্তান; একনজরে পরিসংখ্যান

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের চলমান আসরে যাত্রা শুরু করে কিউইরা। এরপর নেদারল্যান্ডস, বাংলাদেশ, আফগানিস্তান ও অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় নিউজিল্যান্ড। তবে ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে দুই হারেই তাদের সেমিফাইনাল খেলার আশায় কিছুটা ভাটা পড়েছে। অন্যদিকে, অন্যদিকে, লম্বা সময় পর আরও একবার সেমিফাইনালে পা রাখার মিশনে নামছে পাকিস্তান।

আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পাকিস্তানের-নিউজিল্যান্ড।

দুই দলের শেষ ৫ দেখায় চারবারই জিতেছে পাকিস্তান। তবে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে জয়ের হাসি হেসেছিল কিউইরা। মুখোমুখি লড়াইয়ের ইতিহাসেও এগিয়ে পাকিস্তান। এখন পর্যন্ত ১১৫ ম্যাচের মধ্যে ৬০ ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান, ৫১ ম্যাচে জয় পায় নিউজিল্যান্ড। টাই ম্যাচ হয়েছে ১টি আর ৩ ম্যাচ ছিল পরিত্যক্ত।

বিশ্বকাপেও ঢের এগিয়ে পাকিস্তান। ৯ ম্যাচের মধ্যে ৭ ম্যাচেই জয় পেয়েছে এশিয়ান দেশটি। সবশেষ ২০১৯ আসরেও কিউইদের ৬ উইকেটে হারায় বাবর আজমের দল। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর