৪ নভেম্বর, ২০২৩ ১৩:৩৪

বাংলাদেশ দলের এমন ভরাডুবির ‘পোস্টমর্টেম’ হওয়া উচিত: সুজন

অনলাইন ডেস্ক

বাংলাদেশ দলের এমন ভরাডুবির ‘পোস্টমর্টেম’ হওয়া উচিত: সুজন

চলমান বিশ্বকাপে কঠিন সময় পার করছে বাংলাদেশ দল। সাত ম্যাচের মধ্যে কেবল একটি জেতায় এরই মধ্যে তারা বাদ পড়েছে সেমিফাইনালের দৌড় থেকে। সেরা আট দলের ভেতর থাকা নিয়েই এখন শঙ্কা। সেটা না থাকতে পারলে বাংলাদেশ খেলতে পারবে না ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি।

এমন নাজুক অবস্থায় শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে টিম হোটেলের বাইরে গণমাধ্যমের সামনে হাজির টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তার কাছে জানতে চাওয়া হয় দলের বর্তমান অবস্থা সম্পর্কে। সাংবাদিকেরা একপর্যায়ে জানতে চান, বাংলাদেশ দলে কোচ হাথুরুর ভবিষ্যৎ সম্পর্কে। এ প্রসঙ্গে সুজন বলেছেন, ‘এসব বলাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ বিশ্বকাপ এখনো শেষ হয়নি। আমি যদি কিছু বলি, তবে সেটা খারাপ বার্তাই যাবে সবার প্রতি। হাথুরু এখনো আমাদের হেড কোচ, তার প্রতি আমাদের সেই বিশ্বাস থাকতে হবে বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত। বিশ্বকাপের পর নিঃসন্দেহে সবকিছু বিসিবি সিদ্ধান্ত নেবে। ব্যক্তিগতভাবে আমি কী বললাম, এটা গুরুত্বপূর্ণ না।’ 

বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে টিম ডিরেক্টর আরও বলেছেন, ‘বিশ্বকাপের পর একটা পোস্টমর্টেম হওয়া উচিত, কেন আমরা ব্যর্থ হলাম সেটা নিয়ে। আমাদের নিয়ে এত আশা ছিল, আমরা সেমিফাইনাল খেলব, সেখানে বাংলাদেশ দল বলতে গেলে ইংল্যান্ডের আগে, ৯-১০ অবস্থা করছে। ইংল্যান্ড এক ম্যাচ কম খেলেছে, তারা জিতলে হয়তো আমরাই ১০ নম্বরে নেমে যাব।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর