৫ নভেম্বর, ২০২৩ ১৪:০০

মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা: কী বলছে পরিসংখ্যান?

অনলাইন ডেস্ক

মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা: কী বলছে পরিসংখ্যান?

কলকাতার ইডেন গার্ডেন্সে আজ হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের এই ম্যাচ বিশ্বকাপের চলতি আসরে বাড়তি উত্তেজনা তৈরি করেছে। দারুণ ছন্দে থাকা উভয়পক্ষই আজ শক্তির পরীক্ষায় মুখোমুখি হবে।

ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ও ভারত ৯০ ম্যাচে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৫০টি ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। বাকি ৪৭টি ম্যাচ গেছে ভারতের দখলে। বাকি তিনটি ম্যাচের কোনো ফল পাওয়া যায়নি।

বিশ্বকাপেও আফ্রিকানদের ম্যাচ জয়ের পাল্লাটা ভারী। এখন পর্যন্ত প্রোটিয়ার বিপক্ষে পাঁচটি ম্যাচের তিনটিতেই হেরেছে টিম ইন্ডিয়া। তবে ভারত তাদের শেষ দুটো ম্যাচ জিতেছে। ১৯৯২, ১৯৯৯ এবং ২০১১ বিশ্বকাপে দু’দলের দেখায় প্রোটিয়ারা শেষ হাসি হেসেছিল। এরপর ভারত জিতেছে ২০১৫ এবং ২০১৯ আসরে হওয়া দু'টি ম্যাচে। 

এছাড়া দুই হেভিওয়েট দল দু'টির সর্বশেষ পাঁচ ওয়ানডের মধ্যে ভারত জিতেছে ২ বার এবং বাকি তিন ম্যাচের দখল দক্ষিণ আফ্রিকার হাতে। ভারত ঘরের মাঠে সর্বশেষ ২০২২ সালের অক্টোবরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে প্রোটিয়াদের সঙ্গে। যেখানে রোহিত শর্মারা ২-১ ব্যবধানে জিতেছিল। ভারতের বাইরে হওয়া দুই দলের সর্বশেষ দুই ওয়ানডেতেই জিতেছে টেম্বা বাভুমার দল।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর