৫ নভেম্বর, ২০২৩ ১৭:১৯

৪৫০ রানের লক্ষ্য হলেও আমরা জিততাম : বাবর

অনলাইন ডেস্ক

৪৫০ রানের লক্ষ্য হলেও আমরা জিততাম : বাবর

৪০২ রানের অম্ভব টার্গেটে খেলতে নেমে গতকাল শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেল পাকিস্তান। যদিও সেটা নিজেদের যোগ্যতায় পুরোপুরি নয়, অনেকটা বৃষ্টির আশীর্বাদে। তবে তা মানতে নারাজ পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

তিনি বলেছেন, ‘ফখর যেভাবে ব্যাটিং করছিল, ৪৫০ রান তাড়া করাও তাদের পক্ষে সম্ভব ছিল। আমি মনে করি, ফখর যদি উইকেটে থাকতো তাহলে ৪৫০ রানও আমরা তাড়া করতে পারতাম। সে এমন ইনিংস খেললে ৯০ শতাংশ ম্যাচেই আমরা জয় পাই।’

ফখর এক প্রান্তে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন। তিন অঙ্কে পৌঁছাতে এই অভিজ্ঞ ব্যাটার খরচ করেছেন মাত্র ৬৩ বল। যা দেশের হয়ে বিশ্বমঞ্চে দ্রততম শতকের রেকর্ড। আরেক প্রান্তে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন বাবর আজম।

ফখরের ব্যাটিং নিয়ে বাবর বলেন, 'প্রত্যেকটা ছয়ের পরই আমি তাকে বলেছি, 'স্বাভাবিক খেলাটা খেলো'। সে বলেছে, 'ঠিক আছে।' কিন্তু সে আমার কথা শুনেনি এবং যেভাবেই হোক ছক্কা মারা চেষ্টা করেছে। তারপর আমি বলেছি, 'আউট না হয়ে তুমি যা ইচ্ছা করো'। এটি আমার দেখা সেরা ইনিংসের একটা।'

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর