শিরোনাম
৮ নভেম্বর, ২০২৩ ১২:৫৯

সাকিবের ‘টাইমড আউট’ সিদ্ধান্তে মুখ খুললেন টাইগার কোচ

অনলাইন ডেস্ক

সাকিবের ‘টাইমড আউট’ সিদ্ধান্তে মুখ খুললেন টাইগার কোচ

লঙ্কানদের বিপক্ষে গত সোমবার (৬ নভেম্বর) দিল্লিতে ৩ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। যা টানা হারের বৃত্তে থাকা টিম টাইগার্সের জন্য কিছুটা স্বস্তির এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা জিইয়ে রাখার প্রেরণা। তবে সব কিছু ছাপিয়ে ক্রিকেট বিশ্বে তোলপাড় চলছে ‘টাইমড আউট’ নিয়ে। কারণ, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচে ঘটে গেছে ইতিহাসের প্রথম ‘টাইমড আউট’। এবার সেই আলোচনায় নিজের মতামত দিলেন বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

গতকাল (মঙ্গলবার) তিনি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকব্লগ ডটনেটকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন। এমন আউট কাম্য নয় বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার ডোনাল্ড, ‘এটা (টাইমড আউট) দেখাটা হতাশার। আমি সাকিবের সুযোগ নেওয়াটা বুঝতে পেরেছি। তার বক্তব্য, ‘‘আমি জেতার জন্য সবকিছু করেছি।’’ কিন্তু আমার কথা শুনেই বুঝতে পারছেন, ব্যাপারটা আমার পছন্দ হয়নি... এমন কিছু আমি পছন্দ করি না। যা ঘটেছে তা দেখাটা সত্যিই খুব কঠিন ছিল। শ্রীলঙ্কার সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় সময়ের কারণে কোনো বল না খেলেই আউট হয়ে মাঠ ছেড়ে চলে গেল।’

এ ধরনের আউট ক্রিকেটীয় চেতনার পরিপন্থী বলে জানান তাসকিনদের কোচ, ‘ক্রিকেট ও খেলোয়াড়দের একে অপরের প্রতি সম্মান ও মর্যাদার কথা বলা হয়ে থাকে, ক্রিকেটের চেতনার কথাও আমরা শুনি। সে হিসেবে আমি এমন জিনিস দেখতে চাই না। এটা স্রেফ আমার কথা। আমাদের খেলায় এমন কিছু আমি দেখতে চাই না। হ্যাঁ, (ফিল্ডারদের) কেউ একজন চটপটে ছিল এবং (সাকিবকে) বলেছে, ‘‘হ্যাঁ, তুমি আপিল করতে পারো।’’ আমার তখন মনে হয়েছে— ‘‘সত্যিই, এটা ঘটতে যাচ্ছে না! এটা হতে পারে না। এটা একদমই হতে পারে না!’’’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর