৮ নভেম্বর, ২০২৩ ১৫:০২

ডাচদের বিপক্ষে টস জিতে ব্যাট করছে ইংল্যান্ড

অনলাইন ডেস্ক

ডাচদের বিপক্ষে টস জিতে ব্যাট করছে ইংল্যান্ড

বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংলিশরা নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাট করছে। বেন স্টোকরা বিশ্বকাপের সেমির দৌড় থেকে আগেই ছিটকে গেছেন। এবার তাদের সামনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করার চ্যালেঞ্জ।

 ইংলিশ অধিনায়ক জস বাটলার প্রথমে ব্যাট করার কারণ হিসেবে বলেছেন, প্রথমে ব্যাট করলে বেশি রান পাওয়া যাবে। উইকেটের সেই সুবিধাই তারা নিতে চান।

তিনি আরো জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির টিকেট নিশ্চিত করার জন্য তাদের কাছে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। সে কারণেই এ ম্যাচে তারা ভালো খেলতে চান।

৭ ম্যাচের ছয়টাতেই হেরেছে ইংলিশরা। বিপরীতে ৭ ম্যাচের দুইটিতে নেদারল্যান্ডস পেয়েছে জয়।


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর