১২ নভেম্বর, ২০২৩ ১১:৩৯

‘আমরা হয়তো করতাম না’, টাইমড আউট প্রসঙ্গে দ্রাবিড়

অনলাইন ডেস্ক

‘আমরা হয়তো করতাম না’, টাইমড আউট প্রসঙ্গে দ্রাবিড়

ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। ফাইল ছবি

বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে টাইমড আউট হয়েছিলেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস। এ নিয়ে গোটা বিশ্বে বিতর্কের সৃষ্টি হয়। আলোচিত ইস্যুতে দুই ভাগে ভাগ হয়ে পড়েন ক্রিকেট বিশ্বের রথী-মহারথীরা।

এ নিয়ে কয়েকদিন ধরেই তুমুল আলোচনা-সমালোচনা চলছে। টাইমড আউট বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়।

আজ বিশ্বকাপের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচের আগে (গতকাল) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দ্রাবিড়ের কাছে টাইমড আউট নিয়ে মতামত জানতে চাওয়া হয়।

জবাবে ভারতের সাবেক এই অধিনায়ক বলেন, একেক মানুষের প্রতিক্রিয়া একেক রকম। আমাদের নিজস্ব মস্তিষ্ক আছে, নিজস্ব চিন্তা আছে। নির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে প্রত্যেক মানুষ ভিন্নভাবে ভাবতে পারে।

তার মতে, টাইমড আউট ক্রিকেট আইনে বৈধ। তাই এটা কেউ মেনে চললে কিংবা প্রয়োগ করলে তাকে দোষী বলার সুযোগ নেই। তবে তিনি এ-ও বলেন, দল হিসেবে ভারত হয়তো টাইমড আউটের সুযোগ পেলেও কাজে লাগাতো না।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর