১৭ নভেম্বর, ২০২৩ ২০:৪৪

সাফল্যের মন্ত্র জানালেন শামি

অনলাইন ডেস্ক

সাফল্যের মন্ত্র জানালেন শামি

এবারের বিশ্বকাপে মোহাম্মদ শামির গল্পটা দারুণ। প্রথমে তার দলে জায়গা পাওয়াটাই ছিল অনিশ্চিত। হার্দিক পান্ডিয়ার ইনজুরিতে দলে ডাক পান শামি। তারপরের গল্পটা রীতিমতো রূপকথার। বিশ্বকাপে ছয় ম্যাচে ২৩ উইকেট নিয়েছেন তিনি। ফাইনাল নিশ্চিত করার দিনেও তিনি ৭ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ধসিয়ে দিয়েছেন।

কোন ক্ষমতায় শামি এমন ফিনিক্স হলেন। তার এই সাফল্যের রহস্য কী। 

ক্রিকেট জীবনের প্রথম বিশ্বকাপ ফাইনাল খেলতে নামার আগে নিজেই ফাঁস করলেন সাফল্যের রহস্য। শামি বলেছেন, ‘আমি সব সময় পরিস্থিতি বুঝে বল করার চেষ্টা করি। পিচ কেমন, বল পড়ে কেমন আচরণ করছে, সুইং করছে কি না-এ সব দেখে সিদ্ধান্ত নিই।’ বল সুইং না করলে তো নিশ্চয়ই সমস্যা হয়? শামি বলেছেন, ‘অনেক সময় বল সুইং করে না। তখন উইকেটের সোজাসুজি বল করার চেষ্টা করছি। এমন জায়গায় বল রাখার চেষ্টা করি, যেখানে বল পড়লে ব্যাটের কানায় লাগার সুযোগ থাকে। ব্যাটার ড্রাইভ করার চেষ্টা করলে উইকেটের পিছনে ক্যাচ যাওয়ার সুযোগ থাকবে।’

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর