১৯ নভেম্বর, ২০২৩ ০৯:০২

পিচ দেখে কী বললেন কামিন্স?

অনলাইন ডেস্ক

পিচ দেখে কী বললেন কামিন্স?

বিশ্বকাপ ফাইনালের আগে আলোচনার সবচেয়ে বড় বিষয় যেন হয়ে দাঁড়িয়েছে পিচ। বিতর্কের শুরুটা আসরের প্রথম সেমিফাইনালে ম্যাচ থেকে। যেখানে শেষ মুহূর্তে পরিবর্তন করা হয় ভারত-নিউজিল্যান্ড ম্যাচের পিচ। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে পিচ নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সকে। ফাইনালেও তাকে একই প্রশ্ন করা হয়। কামিন্স জানালেন, পিচ তার ভালোই লেগেছে। 

অজি অধিনায়ক বলেন, ‘এই সবে পিচটা দেখলাম। আমি পিচ খুব ভালো পড়তে পারি না। তবে দেখে বেশ শক্ত মনে হচ্ছে। ওরা (আহমেদাবাদের মাঠকর্মীরা) মাত্রই (পিচে) পানি দিয়েছে। হাতে আরও ২৪ ঘণ্টা আছে। তারপর দেখা যাক কী হয়। দেখে বেশ ভালো পিচ মনে হচ্ছে।’

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এর আগে বিশ্বকাপের গ্রুপ পর্বে একটি ম্যাচই খেলেছে দুই দল। ভারত যে-ই পিচে খেলে পাকিস্তানকে হারিয়েছিল সেই পিচেই অনুষ্ঠিত হবে ফাইনাল। এমনটাই বলেন কামিন্স, ‘হ্যাঁ, এই পিচটা আগে ব্যবহৃত হয়েছিল। পাকিস্তান একটা ম্যাচ এই পিচে খেলেছিল।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর