১৯ নভেম্বর, ২০২৩ ১১:৪৩

ফাইনাল ম্যাচ পরিত্যক্ত হলে কার ঘরে যাবে বিশ্বকাপ?

অনলাইন ডেস্ক

ফাইনাল ম্যাচ পরিত্যক্ত হলে কার ঘরে যাবে বিশ্বকাপ?

ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপের ফাইনাল খেলতে মাঠে নামছে কিছুক্ষণ পর। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের সামনে তৃতীয় শিরোপার হাতছানি। অন্যদিকে ষষ্ঠ শিরোপার জন্য লড়াইয়ে নামবে অজিরা।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বেরসিক বৃষ্টির বাধায় পণ্ড হয়েছিল একের পর এক ম্যাচ। অনেক সময়ে স্বস্তির সমীকরণও কঠিন করে তোলে এই বৃষ্টি। ফলে এবার তাই অনেকের মনে প্রশ্ন উঠছে, যদি রোহিত-কামিন্সদের এই মহারণ ভেস্তেই যায়। রিজার্ভ ডেতেও উঠানো না যায় খেলা। তবে বিশ্ব চ্যাম্পিয়ন হবে কারা?

আইসিসির নিয়ম অনুযায়ী, বৃষ্টির কারণে ফাইনালের জন্য রিজার্ভ ডে রেখেছে আইসিসি। ফাইনালে বৃষ্টি হলে রিজার্ভ ডে’তে যাবে ম্যাচ। রবিবার ম্যাচ শেষ করা সম্ভব না হলে সোমবার একই জায়গা থেকে শুরু হবে ম্যাচ।

এরপর সোমবার বৃষ্টি বা কোনো প্রাকৃতিক কারণে ম্যাচের সমাপ্তি না হলে ম্যাচটি পরিত্যক্ত হবে। আর ম্যাচ পরিত্যক্ত হলে ভারত ও অস্ট্রেলিয়া যৌথ চ্যাম্পিয়ন হবে। তবে স্বস্তির সংবাদ হলো, আজ আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা নেই। রৌদ্রোজ্জ্বল হবে পুরো দিন। আকাশও পরিষ্কার থাকবে।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর