১৯ নভেম্বর, ২০২৩ ১৪:২২

নীল জোয়ারে ভাসছে বিশ্বকাপের শহর

আসিফ ইকবাল, আহমেদাবাদ থেকে

নীল জোয়ারে ভাসছে বিশ্বকাপের শহর

স্টেডিয়ামে ঢোকার গেট খুলবে সকাল ১১ টায়। সকাল ৯টা থেকেই ভারতীয় সমর্থকরা হাজির হতে শুরু করেন নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে। সবাই পরে আছে নীল রঙা ভারতীয় জার্সি। কোনটার পেছনে বিরাট লেখা, কোনটার পেছনে রোহিত, শামি লেখা। মাথায় ভারতীয় পাগড়ি, হাতে তেরঙা পতাকা। দূর থেকে দেখে মনে হচ্ছে, নীলের জোয়ারে ভেসে যাচ্ছে রাস্তাঘাট, মাঠ। 

২০১১ সালের পর বিশ্বকাপ জয়ের সুবর্ণ সুযোগ। রোহিত শর্মা, বিরাট কোহলিদের হাতছানি দিচ্ছে বিশ্বকাপ। এমন সুযোগ মুঠোবন্দী করতে টগবগ করে ফুঁটছে ভারত। ইতিহাসের সাক্ষী হতে লাখো ভারতীয় হাজির স্টেডিয়ামে। অনেকে অনলাইনে টিকেট পাননি। ম্যাচের আগের রাতে টিকেট কিনেছেন স্টেডিয়ামের আশে পাশে থেকে। সাধারণ গ্যালারির ২০০০ রুপির টিকেট বিক্রি হয়েছে ২০ থেকে ৩০ হাজার রুপিতে। দরদাম ছাড়াই কিনে নিয়েছে। আজকের ফাইনাল শুধু শিরোপা উৎসবে মেতে উঠার নয়, প্রতিশোধেরও। ২০০৩ সালে ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। এরপর গত ২০ বছর ধরে প্রতিশোধের আগুনে জ্বলছে ভারত। আহমেদাবাদে আজ সেই প্রতিশোধ চায় ভারতীয়রা। 

আজকের ফাইনালকে ঘিরে উৎসবের নগরী, ক্রিকেটের নগরীতে পরিণত হয়েছে আহমেদাবাদ। শুধু টিকেটের চড়া দাম নয়, হোটেল ভাড়া বেড়েছে ৬-৭ গুণ। ৪০০০ হাজার রুপির হোটেল ২৫-৩০ হাজার। সর্বনিম্ন হোটেল ভাড়া শহরতলীতে ১০-১২ হাজার রুপি। আবার সেখালন স্টেডিয়ামে আসতে সময় লাগছে এক ঘণ্টা। বিমান ভাড়াও বেড়েছে ২-৩ গুণ। ৮ হাজার রুপির ভাড়া ১৯ হাজার রুপি। আসা যাওয়া ৩৫ হাজার রুপি।
তারপরও ভারতীয়রা চাইছে ১৯৮৩ ও ২০১১ সালের পর ২০২৩ সালে বিশ্বচ্যাম্পিয়ন হতে। আজ মাঠে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙুলিরা। এছাড়া সব বিশ্বকাপজয়ী অধিনায়ক- ক্লাইভ লয়েড, অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ, ইউয়ান মরগান, রিকি পন্টিং, মাইকেল ক্লার্কদের উপস্থিত থাকার কথা।

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর