৩০ মে, ২০১৮ ১৯:০৯

দেখে নিন রাশিয়া বিশ্বকাপে মেসিদের জার্সি নম্বর

অনলাইন ডেস্ক

দেখে নিন রাশিয়া বিশ্বকাপে মেসিদের জার্সি নম্বর

আর মাত্র ১৫ দিন পর শুরু হচ্ছে রাশিয়া বিশ্বকাপ। বিশ্বকাপের জ্বরে কাঁপছে বিশ্ব। মেসি-নেইমার-রোনালদো- সালাহদের কারিশমা দেখতে মুখিয়ে আছে পুরো ফুটবল দুনিয়া। ইতোমধ্যে বিশ্বকাপের ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে এবারের আসরের অন্যতম ফেবারিট দল আর্জেন্টিনা। সাম্পাওলির শিষ্যরা কে কত নম্বর জার্সি গায়ে মাঠে নামবেন সেটাও প্রকাশ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। 

মঙ্গলবার অফিসিয়ালভাবে দলের জার্সি নম্বর উন্মোচন করা হয়। গঞ্জালো হিগুয়েন, লিওনেল মেসি, হাভিয়ের মাশ্চেরানো ও মার্কোস রোহো গত বিশ্বকাপে ব্যবহার করা নম্বরের জার্সি পড়েই মাঠে নামবেন। কারণ আর্জেন্টিনার ঘোষিত চূড়ান্ত দলের সাতজন ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে মাঠে নেমেছিলেন। তারা হলে লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়াইন, মার্কোস রোহো, হাভিয়ের মাশ্চেরানো, লুকাস বিলিয়া ও অ্যাঙ্গেল ডি মারিয়া।

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।
বিশ্বকাপে আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের জার্সি নম্বর-

গোলরক্ষক: নাহুয়েল গুজম্যান (১), উইলফ্রেডো কাবাইরো (২৩), ফ্রাঙ্কো আরমানি (১২)।
ডিফেন্ডার: গ্যাব্রিয়েল মের্কাদো (২), এডুয়ার্ডো সালভিও (১৮), নিকোলাস ওতামেন্ডি (১৭), ফ্রেদেরিকো ফাজিও (৬), মার্কোস রোহো (১৬), নিকোলাস তাগলিয়াফিকো (৩), মার্কোস আকুইনা (৮), ক্রিস্টিয়ান আনসালদি (৪)।

মিডফিল্ডার: ম্যানুয়েল লানজিনি (১৫), ম্যাক্সি মেজ (১৩), লুকাস বিলিয়া (৫), এভার বানেগা (৭), জিওভানি লো সেলসো (২০), অ্যাঙ্গেল ডি মারিয়া (১১), হাভিয়ের মাশ্চেরানো (১৪)।

ফরোয়ার্ড: লিওনেল মেসি (১০), পাওলো দিবালা (২১), সার্জিও আগুয়েরো (১৯), গঞ্জালো হিগুয়াইন (৯), ক্রিস্টিয়ান পাভোন(২২)। 

বিডি-প্রতিদিন/ ই-জাহান

সর্বশেষ খবর