৩০ মে, ২০১৮ ২০:২৩

এখনও আমার কাছে আমাকে তরুণ মনে হয়: সিলভা

অনলাইন ডেস্ক

এখনও আমার কাছে আমাকে তরুণ মনে হয়: সিলভা

সংগৃহীত ছবি

বিশ্বকাপ ফুটবল মানেই উন্মাদনা। ভক্তদের বাধ ভাঙা উচ্ছ্বাস। প্রিয় দল ও তারকাদের নিয়ে বাড়তি প্রত্যাশা। শহর থেকে গ্রাম এমনকি প্রত্যন্ত অঞ্চলেও এই উন্মাদনা প্রত্যক্ষ করা যায়। আর রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেবারিটদের তালিকায় রয়েছে ব্রাজিলের নাম। নেইমার, জেসুস, অস্কার, কৌতিনহো, উইলিয়ান, মার্সেলো ও থিয়াগো সিলভাদের নিয়ে গড়া তিতের ব্রাজিল হুঙ্কার দিচ্ছে প্রতিপক্ষকে। আর দলের রক্ষণসেনা ও সাবেক অধিনায়ক থিয়াগো সিলভাও বলেছেন এবারের বিশ্বকাপে সেরাটাই দিতে যাচ্ছেন তারা।

এক সাক্ষাৎকারে থিয়াগো বলেন, ‘আমরা নিজেদেরকে বিশ্বকাপের জন্য তৈরি করেছি। প্রথমে দুঙ্গার সঙ্গে আর এখন তিতের অধীনে। আর এই দুই বছরে আমরা নিজেরদের অনেক উন্নতি করেছি। আরেকটি বিশ্বকাপে খেলার দ্বারপ্রান্তে আর নিজেদের ইতিহাস নতুন করে লেখার সুযোগ পাচ্ছি। আমরা শিরোপার নিশ্চয়তা দিতে পারছি না তবে দারুণ কিছু ম্যাচ দর্শকদের উপহার দেওয়ার নিশ্চয়তা দিতে পারব। পরের ম্যাচে আমাদের সেরাটাই দেখতে পারবেন আপনারা, আর বিশ্বকাপের সময়ে সেরা কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য।’

বর্তমান তারুণ্য নির্ভর দলটি প্রসঙ্গে সিলভা বলেন, ‘প্রত্যেক প্রজন্মেরই আলাদা আলাদা খেলার ধরন, ইতিহাস এবং শিরোপা আছে। আমরা তাদের চেয়ে আলাদা, তাই আমি তুলনা করতে চাচ্ছি না। আমরা আমাদের মত আমাদের খেলোয়াড় দিয়ে ইতিহাস তৈরি করতে যাচ্ছি। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা করছি এবং আমরা তার কাছাকাছিই আছি। এখন প্রস্তুতি নিচ্ছি এবং সামনে আমাদের দুটি প্রস্তুতি ম্যাচ আছে যা আমাদেরকে বিশ্বকাপের আগে আরও প্রস্তুত করে তুলবে।’

৩৩ বছরে পা রেখেছেন এ নির্ভরতার প্রতীক এ পিএসজি তারকা। বয়স সম্পর্কে তার মন্তব্য, ‘আমার কাছে আমি আমার ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছি সেরাদের সাথে থেকে। আমি ৩৩ বছরে পৌঁছে গিয়েছে তা ঠিক, তবে এখনও আমার কাছে আমাকে তরুণ মনে হয়। বিশ্বকাপে আমি আমার সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করব।’

বিডি-প্রতিদিন/ ই-জাহান

সর্বশেষ খবর