৩১ মে, ২০১৮ ০২:৩৫

চিকিৎসা করাতে স্পেনে সালাহ, বিশ্বকাপ নিয়ে আশাবাদী

অনলাইন ডেস্ক

চিকিৎসা করাতে স্পেনে সালাহ, বিশ্বকাপ নিয়ে আশাবাদী

দুর্দান্ত পারফরমেন্সে ফুটবল বিশ্বের নজর কেড়েছেন লিভারপুলের মিশরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহ। তবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। এই তারকার রাশিয়া বিশ্বকাপ খেলা নিয়েও দেখা দেয় সংশয়। তবে কাঁধের চোটের চিকিৎসা করাতে সালাহ স্পেনে গেছেন বলে বুধবার মিশরের ফুটবল ফেডারেশন জানিয়েছে।

সেই সঙ্গে জানিয়েছে, রবিবার থেকেই সালাহর রিহ্যাব পর্ব শুরু হয়েছে। একেবারেই মুষড়ে নেই সালাহ। বরং রয়েছেন ইতিবাচক। তিনি আশাবাদী মিশরের হয়ে বিশ্বকাপে খেলার ব্যাপারে। সালাহর সঙ্গেই গেছেন মিশর ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, জাতীয় দলের চিকিৎসক এবং লিভারপুল দলের চিকিৎসকরা। 

মিশর ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে লেখা হয়েছে, ‘‌সালাহর সঙ্গে টেলিফোনে কথা বলে মনে হয়েছে, ও খুবই ইতিবাচক রয়েছে। দলের টেকনিক্যাল ও প্রশাসনিক স্টাফদের জানিয়েছে, শিগগিরই দলের সঙ্গে যোগ দিতে চায়।’‌ 

উল্লেখ্য, মিশরের প্রথম ম্যাচ ১৫ জুন। উরুগুয়ের বিরুদ্ধে।

বিডি প্রতিদিন/ ৩১ মে ২০১৮/ ওয়াসিফ

সর্বশেষ খবর