৩১ মে, ২০১৮ ১৩:১৫

এক নজরে প্রথম থেকে ২০তম ফুটবল বিশ্বকাপ ফাইনাল

অনলাইন ডেস্ক

এক নজরে প্রথম থেকে ২০তম ফুটবল বিশ্বকাপ ফাইনাল

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। এর আগে আরও ২০টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। সর্বাধিকবার ৫ বার বিশ্বকাপ নিয়ে ফুটবল সম্রাট পেলের দেশ। চারবার করে নিয়েছেন ইতালি ও জার্মানি। এদের বাইরে আরও ৫টি দেশের ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ হয়েছে। চলুন দেখে নেওয়া যাক ২০টি বিশ্বকাপের ফাইনালে কোন কোন দেশ খেলেছিল এবং কোন দেশ কয়টি গোল করেছিল। 

১৯৩০ সাল: ফাইনালে উঠেছিল দুই ল্যাতিন আমেরিকার দেশ উরুগুয়ে ও আর্জেন্টিনা। প্রথমার্ধে ১-২ গোলে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত আর্জেন্টাইনদের কাঁদিয়ে ৪-২ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় স্বাগতিক দেশ উরুগুয়ে।

১৯৩৪ সাল: ফাইনালে উঠেছিল চেকস্লোভিয়া ও ইতালি। এবার কাপ উঠে স্বাগতিক দেশের হাতে। চেকস্লোভিয়াকে ২-১ গোলে পরাজিত করে ইতালি।

১৯৩৮ সাল: ফ্রান্সে অনুষ্ঠিত এই বিশ্বকাপের ফাইনালে হাঙ্গেরিকে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো বিশ্বকাপ ঘরে তোলে ইতালি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ৪৬ সালের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়নি।

১৯৫০ সাল: ঘরের মাঠে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ২০ বছর পর আবারও বিশ্বকাপ ঘরে তোলে উরুগুয়ে।

১৯৫৪ সাল: এবারও ফাইনালে হাঙ্গেরি। তবে আবারও আশাভঙ্গ। পশ্চিম জামার্নির কাছে ৩-২ গোলে হারের পর আর কখনো ফাইনালে উঠার সুযোগ হয়নি হাঙ্গেরির।

এরপর টানা দুইবার ব্রাজিল। ৫৮ সালে সুইডেনকে ৫-২ গোলে এবং ৬২ সালে চেকোস্লোভিয়াকে ৩-১ গোলে হারায় নেইমারের পূর্বসূরিরা।

১৯৬৬ সাল: ঘরের মাঠে পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে এখন পর্যন্ত একমাত্র বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে ইংল্যান্ড।

১৯৭০ সাল: ইতালিকে ৪-১ গোলের ব্যবধানে হারায় ব্রাজিল।

১৯৭৪ সাল: ঘরের মাঠে নেদারল্যান্ডের কাছে ২-১ গোলের জয় পায় পশ্চিম জার্মানি।

১৯৭৮ সাল: এবারও ফাইনালে নেদারল্যান্ড এবং প্রতিপক্ষ স্বাগতিক দেশ। এবার ডাচদের হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা।     

পরের দুটি বিশ্বকাপের ফাইনাল খেলে পশ্চিম জার্মানি। তবে একবার (১৯৮২) ইতালি এবং অন্যবার (১৯৮৬) আর্জেন্টিনার কাছে হেরে যায় তারা।

১৯৯০ সাল : টানা দ্বিতীয়বার ফাইনালে উঠে আর্জেন্টিনা। তবে পশ্চিম জার্মানির কাছে এবার হেরে যায় মেসির পূর্বসূরিরা।

১৯৯৪ সাল: টাইব্রেকারে নিষ্পত্তি খেলায় ইতালিকে হারিয়ে ৪র্থ বারের মতো শিরোপা ঘরে তোলে ব্রাজিল।

১৯৯৮ সাল: জিনেদিন জিদানের হাত ধরে ঘরের মাঠে ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পায় ফ্রান্স।

এরপর ২০০২ সালে জার্মানিকে হারিয়ে ব্রাজিল, ২০০৬ সালে ফ্রান্সকে হারিয়ে ইতালি, ২০১০ সালে নেদারল্যান্ডকে হারিয়ে স্পেন এবং সর্বশেষ ২০১৪ সালে আর্জেন্টিনাকে হারিয়ে ৪র্থ বারের মতো শিরোপা ঘরে তোলে জার্মানি।

বিডি-প্রতিদিন/৩১ মে, ২০১৮/মাহবুব

সর্বশেষ খবর