২ জুন, ২০১৮ ০৯:৫৪

বর্ণবিদ্বেষের আশঙ্কায় ভুগছে রাশিয়া বিশ্বকাপ

অনলাইন ডেস্ক

বর্ণবিদ্বেষের আশঙ্কায় ভুগছে রাশিয়া বিশ্বকাপ

ফাইল ছবি

জমে উঠেছে রাশিয়া বিশ্বকাপ। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি। আলোয় মুড়ে ফেলা হয়েছে মস্কোর লুজিনিক স্টেডিয়াম থেকে সরানস্ক শহরের মরডোভিয়া এরিনা। পুরো বিশ্ব অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে ফুটবলে সবচেয়ে বড় লড়াইয়ের জন্য। কিন্তু এত কিছুর মধ্যেও মাঠে রাশিয়ান হুলিগানসদের বর্ণবিদ্বেষী মন্তব্য করার রেওয়াজ চিন্তায় ফেলছে ইংরেজ ফুটবলারদের।

রাশিয়ান ফুটবলের উগ্র সমর্থক হুলিগানস। এর আগে একাধিকবার ঝামেলায় জড়িয়েছেন ইংল্যান্ড এবং রাশিয়ান হুলিগানসরা। ২০১৬ ইউরো কাপে দুই দেশের উগ্র ফুটবল সমর্থকদের লড়াইকে কেন্দ্র করে স্টেডিয়ামের গ্যালারি কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছিল। রাশিয়াতে বিশ্বকাপ শুরুর আগে হুলিগানসরা বেশ চিন্তায় রাখছে ইংল্যান্ডের ফুটবলারদের। 

বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার অ্যাসলে ইয়ং বলেন, ‘আমরা যখন মাঠে থাকব, জানিনা আমাদের প্রতিক্রিয়া কি হবে! আমরা এই বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে কথা বলেছি। আশা রাখছি ফিফা যেকোনো ধরনের বর্ণবিদ্বেষী মন্তব্যকে কঠোরভাবে সামলাবে।’

বিডি প্রতিদিন/ ২ জুন ২০১৮/ ওয়াসিফ

সর্বশেষ খবর