৫ জুন, ২০১৮ ১৫:১৭

উরুগুয়ের ভারসাম্যপূর্ণ দল ঘোষণা

অনলাইন ডেস্ক

উরুগুয়ের ভারসাম্যপূর্ণ দল ঘোষণা

সংগৃহীত ছবি

জমে উঠেছে রাশিয়া বিশ্বকাপ। এরই মধ্যে চুড়ান্ত দল ঘোষণা করা শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো। আর তারই জের ধরে এবার দল ঘোষণা করেছেন উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ।

রাশিয়া বিশ্বকাপে উগুরুয়ে দলে যারা সুযোগ পেয়েছেন তাদের ১১ জনই ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে খেলেছেন। ফলে তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে বেশ ভারসাম্যপূর্ণ দল সাজিয়েছে উরুগুয়ে।

এবারও উরুগুয়ের মূল দুই ভরসা বার্সা তারকা লুইস সুয়ারেজ ও পিএসজির এডিনসন কাভানি। এই দুজনের সঙ্গে আক্রমণে বদলি হিসেবে থাকতে পারেন সেল্টা ভিগোর ফরোয়ার্ড ম্যাক্সিমিলিয়ানো গোমেজ ও গিরোনার ক্রিস্টিয়ান স্টুয়ানি।

উরুগুয়ের ২৩ সদস্যের স্কোয়াড:

গোলরক্ষক: ফার্নান্দো মুসলেরা, মার্টিন সিলভা, মার্টিন কামপানা।

রক্ষণভাগ: সেবাস্টিয়ান কোতেস, মার্টিন ক্যাসেরাস, হোসে মারিয়া গিমেনেজ, দিয়েগো গোডিন, ম্যাক্সিমিলিয়ানো পেরেইরা, গ্যাস্টন সিলভা, গুইলারমো ভারেলা।

মধ্যমভাগ: রদ্রিগো বেনটানকার, গিওর্গিয়ান ডি আরাসকায়েটা, দিয়েগো লাক্সাল্ট, নাহিটান নানডেজ, ক্রিস্টিয়ান রডরিগুয়েজ, কার্লোস সানচেজ, লুকাস টোরেইরা, মাটিয়াস ভেসিনো।

আক্রমণভাগ: লুইস সুয়ারেজ, এডিনসন কাভানি, ম্যাক্সিমিলিয়ানো গোমেজ, ক্রিস্টিয়ান স্টুয়ানি।

বিডি প্রতিদিন/ ৫ জুন ২০১৮/ ওয়াসিফ

সর্বশেষ খবর