৯ জুন, ২০১৮ ২২:২০

মেসি এখনও ম্যারাডোনা হয়ে উঠতে পারেনি : রিভালদো

অনলাইন ডেস্ক

মেসি এখনও ম্যারাডোনা হয়ে উঠতে পারেনি : রিভালদো

তিনি নিজে মেসির বিরাট ভক্ত, তবে মনে করেন এখনও ম্যারাডোনা হয়ে উঠতে পারেননি মেসি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রিভালদো এই বলেন।

তিনি বলেন, বার্সেলোনার হয়ে অনেক সাফল্য এনেছেন আর্জেন্টাইন তারকা মেসি। তবে বিশ্বকাপ না জেতা পর্যন্ত দেশবাসীর কাছে ম্যারাডোনার সমগোত্রীয় হয়ে উঠতে পারবেন না মেসি। 

রিভালদোর মতে, ক্লাবের হয়ে মেসির সাফল্যের কোনও গুরুত্বই নেই তার দেশের সমর্থকদের কাছে। তাদের কাছে বিশ্বকাপ জয়টাই আসল।

১৯৮৬ সালে ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জেতার পর আর মহার্ঘ ট্রফিটি জয়ের স্বাদ পাননি আর্জেন্টাইন জনতা। তাই রাশিয়াতে বিশ্বকাপ না জিততে পারলে দেশবাসীর কাছে কিংবদন্তী স্বীকৃতি পাবেন না মেসি।

বিশ্বকাপ জেতার জন্য এটাই মেসির কাছে শেষ সুযোগ বলে মনে করেন রিভালদো। মেসি ও আর্জেন্টিনার বর্তমান ফর্ম দেখে তিনি আশাবাদী মেসির নেতৃত্ব অ্যালবি সেলেস্তের ফাইনালে যাওয়ার ক্ষমতা আছে।

তবে নিজের প্রজন্মের সেরাদের সঙ্গে মেসি, রোনালদোর তুলনা টানতে নারাজ ব্রাজিলের প্রাক্তন এই তারকা ফুটবলার। তার মতে, দুই ভিন্ন প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে তুলনা টানাটা বেশ কঠিন।

বিডি প্রতিদিন/০৯ জুন ২০১৮/আরাফাত

সর্বশেষ খবর