শিরোনাম
১১ জুন, ২০১৮ ০১:১৭

বিশ্বকাপের আগে নতুন বিতর্কে আর্জেন্টিনার কোচ!

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের আগে নতুন বিতর্কে আর্জেন্টিনার কোচ!

সংগৃহীত ছবি

আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলিকে নতুন বিতর্কের শুরু হয়েছে। বিতর্কটা দল নিয়ে যতটা না তার চেয়ে বেশি হোটেলের এক নারী কর্মীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়া নিয়ে। অার এ বিতর্ক এমন সময়ে শুরু হল যখন বিশ্বকাপ শুরুর বাকি আর মাত্র ৩ দিন।

আর্জেন্টিনার গণমাধ্যম সূত্রের খবর, সাম্পাওলি নাকি হোটেলের এক নারী কর্মীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছে। এর পরে ওই কর্মী নাকি পুলিশে অভিযোগ জানানোর হুমকি দিয়েছেন। যদিও এ নিয়ে আর্জেন্টিনা ফুটবল সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠনিকভাবে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে টুইটারে আর্জেন্টিনার এক সাংবাদিক মন্তব্য করেছেন, 'অভিযোগ সত্যি হোক বা মিথ্যা, ঘটনা হল জাতীয় দলকে ঘিরে আবার সার্কাস শুরু হয়েছে।'

এর আগে প্রথমে ছিল ইসরায়েল ম্যাচ ঘিরে নাটক হয়। অনেক টালবাহানার পরে ম্যাচটি বাতিল হয়ে যায়। এই ম্যাচ ঘিরে নাকি লিওনেল মেসিকে খুনের হুমকিও দেওয়া হয়েছিল। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার প্রকাশ্যেই কোচ হোর্হে সাম্পাওলিকে নিয়ে শুরু হয়েছে নতুন এ গুঞ্জন।

এদিকে এরই মধ্যে আবার চোট পেয়ে ছিটকে যাওয়া ম্যানুয়েল লানচিনির বদলি বেছে নিলেন সাম্পাওলি। সহকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরে মিডফিল্ডার এনসো পেরেজকে ডেকেছেন আর্জেন্টিনার কোচ। রিভার প্লেটের এই সেন্ট্রাল মিডফিল্ডার দেশের হয়ে ২৩টি ম্যাচ খেলেছেন। ৩৫ জনের দলে থাকলেও চুড়ান্ত দলে সুযোগ না পাওয়ায় ছুটি কাটাতে চলে গিয়েছিলেন পেরেজ। খবর পেয়ে তার প্রাথমিক প্রতিক্রিয়া, 'আমাকে এখন ঘুম থেকে জেগে উঠতে হবে!'

সাময়িক ফুটবলের বাইরে থাকা পেরেজ রাশিয়া পৌঁছেই জোর দেবেন শারীরিক সক্ষমতা বাড়ানোর ওপর। আর্জেন্টিনার গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে পেরেজ বলেছেন, 'এই মাত্র জানতে পারলাম যে আমাকে রাশিয়া যেতে হবে। এবার আমাকে সে জন্য প্রস্তুতি নিতে হবে। আমার ক্লাব কোচ হোর্হে দেসিও আমাকে প্রথম খবরটা দিয়েছেন। কয়েক দিন হলো আমি কোচের সঙ্গে কাজ করছি। তবে একা একা অনুশীলন করা আর দলের সঙ্গে প্রতিযোগিতার জন্য তৈরি হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে।'

মেসিরা শনিবারই রাশিয়া উড়ে গিয়েছেন। মস্কো থেকে বেশ কিছুটা দূরে ক্যাম্প করেছেন তারা। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অবশ্য ফুটবলারদের আগেই পৌঁছে গিয়েছেন মস্কো। হোটেলে কোন কোন ফুটবলার কার কার সঙ্গে একই ঘরে থাকবেন, তার তালিকাও বেরিয়েছে কয়েকটি ওয়েবসাইটে। সেই তালিকা অনুযায়ী, মেসি আর আগুয়েরো এক ঘরে থাকবেন। হাভিয়ের মাসচেরানো ঘর ভাগ করে নেবেন লুকাস বিগলিয়ার সঙ্গে।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

সর্বশেষ খবর