১১ জুন, ২০১৮ ০৬:০৪

শিরোপাই মূল কথা, কিন্তু পাওয়াটা আসলেই কঠিন: মেসি

অনলাইন ডেস্ক

শিরোপাই মূল কথা, কিন্তু পাওয়াটা আসলেই কঠিন: মেসি

লিওনেল মেসি। আর্জেন্টিনা ও বার্সেলোনার তারকা ফুটবলার। ২০০৫ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা ৩০ বছর বয়সী মেসি খুব শিগগিরই আর্জেন্টিনার জার্সি খুলে রাখতে পারেন। কারণ বার্সার হয়ে দারুণ সব অর্জন থাকলেও জাতীয় দলের হয়ে তা শূন্য। 

বিশেষ করে ২০১৪ সালের বিশ্বকাপে তিনি হারিয়েছেন শিরোপা উঁচিয়ে ধরার সবচেয়ে বড় সুযোগ। এমনকি কোপা আমেরিকার ফাইনালেও বিফল হয়েছেন ওই তারকা ফরোয়ার্ড। আর তাই রাশিয়া বিশ্বকাপই হতে পারে তার জাতীয় দলের হয়ে শেষ এমন আভাস দিয়ে সংবাদ মাধ্যম স্পোর্টসকে বলেছেন, ‘আমি আসলে জানি না। এটা নির্ভর করছে আমরা কেমন খেলি। কিভাবে এই আসর শেষ করি তার উপর। আমরা তিনটি ফাইনাল হেরেছি, এর মানে হলো আমাদের কমপক্ষে ফাইনাল পর্যন্ত যেতেই হবে। আর আর্জেন্টিনার মিডিয়ার চাপ তো আছেই।’ 

‘অথচ আমরা তিনটি ফাইনাল খেলেছি, যা সহজ নয়, এজন্য আমাদের বাহবা দেওয়া উচিত। এটা সত্য যে শিরোপাই মূল কথা। কিন্তু পাওয়াটা আসলেই কঠিন।’- যোগ করেন লিওনেল মেসি। 

বিডি-প্রতিদিন/ ই-জাহান

সর্বশেষ খবর