১১ জুন, ২০১৮ ১০:১৬

যেসব রেকর্ড হাতছাড়া হচ্ছে ম্যারাডোনার

অনলাইন ডেস্ক

যেসব রেকর্ড হাতছাড়া হচ্ছে ম্যারাডোনার

বিশ্বকাপ শুরু না হতেই নানা বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় রয়েছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার। এবারের বিশ্বকাপে তার একাধিক রেকর্ড হাতছাড়া হতে যাচ্ছে। তার এসব রেকর্ড যারা ভাঙবেন তাদের তালিকায় আছেন ম্যারাডোনার স্বদেশী লিওনেল মেসিও।

অধিনায়কের আর্মব্যান্ড পরে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের (৬টি) কৃতিত্ব ম্যারাডোনার। ৫টি গোল করে তার পরের অবস্থানেই আছেন দর্দি সারোসি (হাঙ্গেরি), উই সিলার (জার্মানি), কার্ল হেইঞ্জ রুমেনিগে (জার্মানি) ও লোথার ম্যাথাউস (জার্মানি)। অধিনায়ক হিসেবে মেসির গোল সংখ্যা ৪টি। অর্থ্যাৎ ম্যারাডোনার রেকর্ড ছুঁতে দরকার মাত্র দুটি গোলের। 

বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও ম্যারাডোনার। মোট ১৬ ম্যাচে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন তিনি। ম্যারাডোনার এই কীর্তিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে রাফায়েল মার্কেজের। তিনি অধিনায়ক হিসেবে খেলেছেন ১৪টি ম্যাচ। তবে তিনি এবার মেক্সিকোকে নেতৃত্ব দিচ্ছেন না। সুযোগ পেয়ে গেলে তিনি ছাড়িয়ে যেতে পারেন ম্যারাডোনার রেকর্ডটি। 

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর